Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বাস্তুর হাজারো নিয়ম রয়েছে আর যেই বাড়িতে যতবেশি বাস্তুর নিয়ম মেনে চলা হয় সেই বাড়িতে ততবেশি সুখ – শান্তি ও উন্নতি বিরাজ করে। বাড়ির ভুল দিকে শোওয়ার ঘর কিংবা বসার ঘর তৈরী করার ফলে বাস্তু দোষে তৈরি হয় এমনটা নয়। আমরা নিজেদের ভুলেও বাস্তুদোষ তৈরি করে থাকি। আর এই বাস্তু দোষের জন্য একদিকে যেমন আর্থিক ক্ষতি হওয়ার সম্ভবানা থাকে,তারই সাথে উন্নতিতে ব্যঘাত ঘটবে।
পারিবারিক সুখ-শান্তি বজায় রাখতে, পরিবারের সকল সদস্যদের মধ্যে সুখ – শান্তি বজায় রাখতে জীবনে উন্নতি আনতে আজকাল অনেকেই বাস্তু টোটকা মেনে চলেন। বাস্তু শাস্ত্র মতে, ঘর সাজালে যে সংসারে উন্নতি ঘটবে, তা বিশ্বাস করছেন অনেকেই। তবে শুধু ঘর সাজালেই চলবে না। বাস্তু শাস্ত্র মতে নিজের অভ্যেস বদল করুন। নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষ তৈরি করে থাকি। আমাদের কয়টি অভ্যেস এর কারণ হয়ে দাঁড়ায়। তবে চলুন জেনে নেওয়া যাক বাস্তু মতে কোন কোনও অভ্যেসের বদল করতে হবে।
আরো পড়ুন :- গ্রহের বিপজ্জনক অবস্থান, যার ফলে বছরের শেষটা বাজে যেতে পারে এই রাশির জাতকদের
বাস্তু শাস্ত্র মতে, রাতে ঘুমাতে গিয়ে আমরা কয়টি ভুল করি। যার জন্য আমাদের আর্থিক ক্ষতি যেমন হতে পারে তেমনই অশান্তি দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে। রাতে ঘুমানোর সময় আমরা অনেকেই ঘড়ি বালিশের নীচে বা পাশে রাখি , যাতে করে সকালে সময় দেখা যায় আবার অনেকে মোবাইলও রাখেন। এই অভ্যেস আজ থেকেই বদল করুন।
বাস্তু শাস্ত্র মতে এই অভ্যেস থেকে নেগেটিভিটি তৈরি হয় । যার ফলে দেখা দিতে পারে বাস্তু দোষ। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। এছাড়া বিজ্ঞান মতে , মোবাইল বা ঘড়ি বালিশের নীচে নিয়ে ঘুমালে ঘুমে ব্যঘাত ঘটে। এর থেকে স্লিপিং ডিসঅর্ডার দেখা যায়মানুষের মধ্যে।
বালিশের নীচে বা পাশে খবরের কাগজ বা পড়াশোনা সম্পর্কীত কোনও জিনিস রাখবেন না। এতে মা লক্ষ্মী ক্ষুদ্ধ হন। এর জন্য চাকরি ও পড়াশোনা- উভয় ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। অনেকেরই খাটে পড়ার বই ছড়িয়ে রাখার অভ্যেস আছে। এমনকি অনেকে ছড়িয়ে ছিটিয়ে রাখা বই খাতার মধ্যেই ঘুমিয়ে পড়েন। এর থেকে বাস্তুদোষ তৈরি হয়। এই অভ্যেস আজই বদল করুন।
অনেক বাড়িতেই খাটের তলায় জুতো রাখেন। প্রতি বাড়িতেই এমন ঘটনা দেখতে পাওয়া যায় । কিন্তু এই অভ্যেস থেকেই তৈরি হয় বাস্তুদোষ। যেই খাটে ঘুমান তার নীচে জুতো রাখবেন না। এতে পরিবারে খারাপ প্রভাব পড়ে।
আরো পড়ুন :- ঋণ থেকে মুক্তি পেতে এই সহজ উপায় গুলি মেনে চলুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)