কোন টুথব্রাশ বেশি উপকারী ? বাঁশের নাকি প্লাস্টিক ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পরিবেশ সচেতনতা সঙ্গে ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বর্তমানে প্লাস্টিকের টুথব্রাশের থেকে বাঁশের টুথব্রাশ ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পরিবেশ সুস্থ রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন দেশ নানাভাবে সচেষ্ট। সেই কথা মাথায় রেখে, মানুষ এখন প্লাস্টিকের বিকল্প পথ খুণজছে। সেই বিকল্পের পথ অনেকটাই প্রসারিত করতে সাহায্য করেছে বাঁশ।

বাঁশ দিয়ে তৈরি টুথব্রাশ ব্যবহার এখন সারা বিশ্বে প্রচলিত। সকলেই জেনে গিয়েছেন যে, পরিবেশর জন্য কতটা ভয়ংকর এই প্লাস্টিক। দূষণের অন্যতম কারণ হল এই প্লাস্টিক। বাঁশের টুথব্রাশের মধ্যে একটি বাঁশের হাতল, নাইলন ফ্রাইবার বা অন্যান্য প্রাকৃতিক ফাইবার অন্তর্ভুক্ত থাকে। প্লাস্টিকের মতো টেকসই এই টুথব্রাশ।

অন্যদিকে, বাঁশের টুথব্রাশ গুলি বাজার চলতি অন্য যে কোনও ম্যানুয়াল টুথব্রাশের মতো। দাঁত থেকে ময়লা দূর করতে ও মুখগহ্বরের দুর্গন্ধ অপসারণের জন্য রয়েছে কাঠের বা বাঁশের হ্যান্ডেল ও ব্রিসলস। বাঁশের টুথব্রাশ ও প্লাস্টিকের টুথব্রাশের মধ্যে মূল পার্থক্য কী?

পার্থক্য হল, বাঁশের তৈরি টুথব্রাশ অত্যন্ত প্রাচীন একটি রূপ। এছাড়া প্লাস্টিকের বদলে বাঁশের হ্যান্ডেল অনেকটা আরামদায়ক বলা যেতে পারে। যদিও বাঁশের টুথব্রাশ গুলি পরিবেশবান্ধব ও বাজারে নতুন জিনিস।

তবে বর্তমানে বাঁশের টুথব্রাশ গুলিতে নাইলনের ব্রিসল গুলি হলেও আগেকার দিনে নাইলনের বদলে শুয়োরের চুল দিয়ে তৈরি করা হত। অনেকে আবার বাঁশের টুথব্রাশের ব্রিসল গুলিতে চারকোল মেশানোর চাহিদা থাকে। তার কারণ চারকোলের প্রভাবে দাঁতের রঙ ধবধবে সাদা হয়ে যেতে সাহায্য করে। তাই এটি উপকারী।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন