কালসর্প দোষ দিয়ে শুরু হয়েছে ২০২২, জেনে নিন কেমন প্রভাব পড়বে জনজীবনে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ২০২২ নতুন বছর কালসর্প দোষের উপস্থিতির মধ্যেই শুরু হয়েছে । জ্যোতিষ শাস্ত্র মতে , ১৪ ডিসেম্বর ২০২১ সৃষ্টি হয়েছে কালসর্প দোষ। সমগ্র ব্রহ্মাণ্ডে প্রায় ৪ মাস থাকবে এই দোষ। রাহু ও কেতু এই কালসর্প দোষ সমগ্র ব্রহ্মাণ্ডে থাকবে।

জ্যোতিষ শাস্ত্র মতে , দীর্ঘ সময় ধরে এই কালসর্প দোষ থাকবে। কিন্তু চন্দ্রের কারণে এই দোষ মাঝেমধ্যেই ভঙ্গ হবে। সোওয়া দুদিনে একবার রাশি পরিবর্তন করে চন্দ্র ,  যার ফলে রাহু ও কেতুর বলয় থেকে বেড়িয়ে এলেই এই কালসর্প দোষ ভঙ্গ বা দুর্বল হয়ে পড়বে।

আরো পড়ুন :- নতুন বছরে এই ৪ রাশির উপর থাকবে কুবেরের আশীর্বাদ

এই দোষের প্রভাব কি পড়বে :- এই কালসর্প দোষ যতক্ষণ থাকবে, ততদিন পৃথিবীতে এক প্রকার অবসাদের পরিবেশ থাকবে। এছাড়াও নানান সমস্যা উৎপন্ন হবে। বিভিন্ন দেশের সীমানায় সমস্যা বৃদ্ধি পেতে পারে।

তবে একজন সাধারণ মানুষদের জন্য সময় ভালো থাকতে পারে। তবে কালসর্প দোষের উপস্থিতিতে যেই সকল সন্তান জন্ম নেবে, তাদের কোষ্ঠিতে এই কালসর্প দোষ থাকতে পারে।

 

niladri misra

 

এই কালসর্প দোষ কাদের জন্য শুভ এবং কাদের জন্য অশুভ হতে পারে :-

জ্যোতিষ শাস্ত্র মতে , ব্রহ্মাণ্ডে কালসর্প দোষ সৃষ্টি হলে রাহু-কেতুকে বাদ দিয়ে অন্য সমস্ত গ্রহ এক দিকে চলে আসে। যার ফলে শুভ গ্রহ নিজের পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না। যেই মানুষের কুষ্ঠীতে কালসর্প যোগ শুভ পরিস্থিতিতে রয়েছে, তারা এই সময় শুভ ফল পাবেন। আবার কোনও মানুষের কুষ্ঠীতে এই যোগ অশুভ পরিস্থিতিতে থাকলে, তাঁদের জীবনে সমস্যা দেখা দিতে পারে।

এই দোষ থেকে মুক্তির উপায় কি :-  প্রতি বুধবার নাগদেবতার প্রতিমা বা তামার মূর্তিতে চন্দন লাগিয়ে পুজো করতে পারেন। এছাড়া ব্রহ্মাণ্ডে যখন কালসর্প দোষ থাকবে, তখন তামার নাগ-নাগিনের পুজো করতে পারেন । তার পর শুদ্ধ জলে অথাৎ গঙ্গার জলে তা প্রবাহিত করে দিন।

আরো পড়ুন :- নতুন বছরে ভাগ্যের সহায়তা পাবেন না এই ৫ রাশির মানুষরা , জীবনে আসবে নানা সমস্যা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন