জানুন আপনার প্রিয় মানুষ কেমন ? তার আঙুলের গঠন দেখে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- হাতের রেখার মধ্যে যেমন কোনো মানুষের ভবিষ্যৎ লুকিয়ে থাকে, তেমনই হাতের আঙুলও কোনো মানুষের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। সমুদ্রশাস্ত্র অনুযায়ী , কোনো ব্যাক্তির শরীরের গঠন দেখে তাঁদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। ঋষি সমুদ্র এই সমুদ্র শাস্ত্রের রচনা করেন বলে একে সমুদ্রশাস্ত্র বলা হয়। যার মাধ্যমে কোনো মানুষের আঙুলের আকার দেখে ব্যক্তির চরিত্র , ব্যাক্তির স্বভাব ও তার ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়।

 আরো পড়ুন :- কালসর্প দোষ দিয়ে শুরু হয়েছে ২০২২, জেনে নিন কেমন প্রভাব পড়বে জনজীবনে

মোটা আঙুল :- আবার মোটা ও ভরাট আঙুলের মানুষরা নিজের কাজ ও সম্পর্কের বিষয় অধিক গম্ভীর হয়ে থাকেন। তবে এরা কৃপণ হয়ে থাকেন। অর্থ সঞ্চয় করতে পারেন এরা । এছাড়া এরা রাগী স্বভাবের হন তাঁরা। কনিষ্ঠা ও অনামিকার দৈর্ঘ্য সমান হলে এমন মানুষরা রাজনীতির সাথে যুক্ত থাকেন। আর এদের ছোটো ছোটো কথায় রেগে যেতে দেখা যায় ।

পাতলা আঙুল :- সমুদ্রশাস্ত্র অনুযায়ী , যে মানুষদের আঙুল পাতলা, তাঁরা বেশিরভাগ সময় সুস্বাস্থ্যের অধিকারী হন। আর এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকেন। এরা অন্যের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করেন না। কোনো সম্পর্ক ভালোভাবে পালন করতে জানেন। এরা অন্যের সুখ-দুঃখ সম্পর্কে বিশেষ ভাবে চিন্তাভাবনা করে থাকেন। এরা উন্মুক্ত বিচারধারার হন। এরা  স্বচ্ছ মনের মানুষ হন।

 

niladri misra

 

ছোটো আঙুল :- ধীরস্থির স্বভাবের হন ছোটো আঙুলের মানুষরা। এদের আঙ্গুল গুলো স্বাভাবিকের থেকে ছোট হয়ে থাকে। কোনো কাজ তাড়াতাড়ি করে সেই কাজ থেকে মুক্তি পেতে তৎপর থাকেন এরা। আর এদের এই অভ্যাসের কারণেই এরা খুব শীঘ্র বিভিন্ন সমস্যার সমাধান করে নেন। তবে ছোট ছোট আঙুল হলেও তা সুন্দর হলে সেই ব্যক্তিরা সর্বগুণ সম্পন্ন হয়ে থাকেন। তবে এরা নিষ্ঠুর স্বভাবের হন এবং খুব শীঘ্র রেগে যান।

মধ্যমা বেশি বড় হলে :- কোনো মানুষের মধ্যমা, তাঁদের অন্যান্য আঙুল থেকে বড় হলে তাঁরা অত্যন্ত সৎ হন। এরা অত্যন্ত গভীর স্বভাবের হন । এরা একাগ্রতার সাথে সমস্ত কাজ সম্পূর্ণ করেন। অন্য মানুষকে তোয়াক্কা করেন না এই প্রকারের মানুষরা। এরা নিজের মতোন করে খোশমেজাজে থাকতে ভালোবাসেন।

আরো পড়ুন :- নতুন বছরে ভাগ্যের সহায়তা পাবেন না এই ৫ রাশির মানুষরা , জীবনে আসবে নানা সমস্যা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন