পরিবারে সুখ শান্তি বজায় রাখতে চান ? মেনে চলুন এই টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা হিসাবে গণ্য করা হয়। তাই মাঙ্গলিক ও শুভ কাজে সর্বপ্রথম গণেশের পুজো করা হয়। গণেশের পুজো করলে সমস্ত ধরনের বাধা-বিঘ্ন দূর হয়ে যায় বলে মনে করা হয়। পরিবারে গণেশের বাস হয় সেখানে ঋদ্ধি, সিদ্ধি, শুভ ও লাভও বাস করে।

বাস্তু শাস্ত্রে বাড়িতে গণেশের প্রতিমা রাখা শুভ মনে করা হয়। বাড়িতে গণেশের প্রতিমা রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। তবে বাড়িতে গণেশের মূর্তি রাখার কিছু নিয়ম রয়েছে। যা মেনে না চললে পরিবারের সদস্যদের আর্থিক অনটন ও অন্যান্য সমস্যার মুখোমুখি হতে হয়। গণেশের প্রতিমা বাড়িতে রাখার সময় কিছু জিনিসে লক্ষ্য রাখবেন জেনে নিন —–

১. বাস্তু অনুযায়ী বাড়িতে দুটির চেয়ে বেশি গণেশের প্রতিমা রাখা যায়। সেই প্রতিমা গুলি একই স্থানে রাখবেন না।

২. গণেশের শুঁড় ডান দিকে রয়েছে এমন প্রতিমা বাড়িতে আনা উচিত নয়। এই গণেশ প্রতিমার পুজোর বিশেষ নিয়ম রয়েছে।

৩. বাড়ির প্রবেশদ্বারে গণেশের প্রতিমা লাগালে ইতিবাচক শক্তি প্রবেশ করে। এমন ভাবে এই প্রতিমা লাগানো উচিত যাতে তাঁর পিঠ দেখা না যায়।

৪. প্রবেশ দ্বারে গণেশের প্রতিমার মুখ সবসময় বাইরের দিকে থাকবে। দুটি প্রতিমা হলে একটির মুখ বাইরে এবং অপরটির মুখ ভিতরের দিকে রাখা উচিত।

৫. বাড়ির ঠাকুর ঘরে গণেশের খুব বড় আকারের মূর্তি রাখবেন না। সব সময় ছোট প্রতিমা রাখবেন।

৬. গণেশের পুজো সব সময় লক্ষ্মীর সঙ্গে হয়।লক্ষ্মীকে গণেশের ডান দিকে অধিষ্ঠিত করা উচিত।

৭. বৈঠক খানায় ভুলেও গণেশের প্রতিমা লাগাবেন না। সিঁড়ির নীচের অংশেও গণেশের প্রতিমা রাখতে নেই।

৮. বাড়িতে গণেশের প্রতিমা থাকলে প্রতিদিন ধূপ-দীপ দেখাতে ভুলবেন না। বাড়ির ঠাকুরঘরে নিয়মিত প্রদীপ জ্বালানো উচিত।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন