Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনার তৃতীয় ঢেউ শুরু ভারতে। এবারের করোনা ঢেউতে একেবারে সামনের সারিতে রয়েছে বাংলা। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা রাজ্যে লাগু হয়েছে কোভিড বিধি। একগুচ্ছ নিয়মের জালে আবদ্ধ হয়েছেন মানুষ।
বিশেষজ্ঞরা বারবার বলছেন, মানুষ যদি কথা শুনত, একটু মেনে চলতো করোনা বিধি তবে আর এই দিন দেখতে হতো না। পরিস্থিতি হাতের বাইরে যায়নি। সুস্থ থাকতে মানুষকে আরও সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা। করোনা থাকে মুক্তি পেতে মাস্ক পরা হল মাস্ট।
বেশিরভাগ মানুষ মাস্ক হিসেবে কাপড়ের মাস্ক পরেন। এই ধরনের মাস্কে সুরক্ষাবলয় থাকে না। ফলে ওমিক্রন বা করোনার অন্য ভ্যারিয়েন্ট সহজে এই মাস্ক টপকে শরীরের অন্দরে প্রবেশ করতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, কাপড়ের মাস্ক দিয়ে আপনি থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক , এন ৯৫ মাস্ক পরুন।বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহার করি যাতে সামনে থাকা রোগাক্রান্ত ব্যক্তির মুখ থেকে বেরনো তরল বিন্দু আমদের মুখে না ঢোকে। কাপড়ের মাস্কের মধ্যে বড় বড় তরল বিন্দু আটকে গেলেও, ছোট তরল বিন্দু আটকায় না। তাই আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
গবেষণা বলছে, ওমিক্রন খুবই সংক্রামক। এই ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটেছে অনেক মিউটেশন। এই বদলের কারণে ওমিক্রন এতটা সংক্রামক হয়ে উঠেছে। এই মাত্র কয়েকদিনের মধ্যে হয়ে উঠেছে সারা পৃথিবীর কাছে ত্রাস। এই ভাইরাস নিয়ে আমাদের একটু বেশিই সতর্ক থাকতে হবে। ভাইরাস নিয়ে চিন্তিত আমেরিকাও। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, করোনা টিকা না নেওয়া দুই বছর বয়সের বেশি সকলকে বাড়িতেও মাস্ক পরতে হবে। গাইডলাইন বলছে থ্রি লেয়ার মাস্কের নীচে পরতে হবে একটি মাল্টিলেয়ার কাপড়ের মাস্ক।
আপনি চাইলে এন ৯৫ মাস্কও পরতে পারেন। এমনকী দুটো সার্জিকাল মাস্কও পরা যায়। তবে কেবল কাপড়ের মাস্কের ভরসায় থাকবেন না। সুস্থ থাকুন , ভাল থাকুন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল