দেখুন নতুন বছরে মকর সংক্রান্তির সময়সূচি , জানেন এর বিশেষত্ব ?

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মকর সংক্রান্তির উৎসব বিভিন্ন শহরে বিভিন্ন নামে পালিত হয়। এই দিনে করা দানের ফল বাকি দিনের তুলনায় গুরুত্ব বেশি হয়। মকর সংক্রান্তির সময়ই সূর্য তার পুত্র শনির সাথে দেখা করে। শুক্রের উত্থানও ঘটে মকর সংক্রান্তিতে। এই কারণে, মকর সংক্রান্তি থেকে সমস্ত শুভ কাজ শুরু হয়। মকর সংক্রান্তি থেকেই ঋতুতে পরিবর্তন আসে। শীত কমতে শুরু করে এবং বসন্ত আসে। কেউ কেউ মকর সংক্রান্তির তারিখ নিয়েও বিভ্রান্তিতে রয়েছেন। আসুন, মকর সংক্রান্তি সম্পর্কে বিস্তারিত জানা যাক। দেখুন একনজরে —–

মকর সংক্রান্তি মুহুর্ত : ১৪ জানুয়ারি পুণ্য কাল মুহুর্ত: দুপুর ২:১২ থেকে বিকেল ৫:৪৫ পর্যন্ত

মহাপুণ্য কাল মুহুর্ত: দুপুর  ২:১২ থেকে ২:৩৬ পর্যন্ত

মকর সংক্রান্তির উৎসবকে কিছু জায়গায় উত্তরায়ণও বলা হয়। এই দিনে গঙ্গাস্নান, উপবাস, ব্রত, দান ও ভগবান সূর্যদেবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। দান অসামান্য ফলদায়ক। শনিদেবকে আলো দান করাও খুব শুভ। পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং তামিলনাড়ুতে, এটি নতুন ফসল তোলার সময়। তাই কৃষকরাও এই দিনটিকে কৃতজ্ঞতা দিবস হিসেবে পালন করে। তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি বিতরণ করা হয়। মকর সংক্রান্তিতে কিছু জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রথাও রয়েছে। দক্ষিণে এই উৎসবকে পোঙ্গল বলে।

যেহেতু শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। তাই বাবা ও ছেলের অনন্য মিলনের সঙ্গে এই উৎসবও জড়িত। মকর সংক্রান্তি অসুরদের উপর ভগবান বিষ্ণুর বিজয় হিসাবেও পালিত হয়। কথিত আছে, মকর সংক্রান্তির দিন ভগবান বিষ্ণু পৃথিবীতে অসুরদের বধ করেন এবং তাদের মাথা কেটে মান্দারা পর্বতে সমাহিত করেন। সেই থেকে ভগবান বিষ্ণুর এই বিজয় মকর সংক্রান্তি উৎসব হিসেবে পালিত হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন