পঞ্চক যোগ কি ? জানুন এই সময় কি কি করবেন না ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সনাতন ধর্মে শুভ কাজ করার আগে শুভ দিন তারিখ, সময় বিবেচনা করা হয়। সেই নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় সেই শুভ কার্য সম্পন্ন হয়। শুভ সময় কাজ করলে তা থেকে সুফল পাওয়া যায়। পাশাপাশি আবার অশুভ মুহূর্তে কোনও কাজ করা হলে, তা অশুভ ফলাফল প্রদান করে থাকে। অশুভ মুহূর্তে কাজ করলে ব্যক্তি তা থেকে পছন্দ মতো ফলফল লাভ করতে পারে না। জ্যোতিষ শাস্ত্রে কিছু নক্ষত্রের বর্ণনা করা হয়েছে, যাতে বিশেষ শুভ কাজ করা নিষিদ্ধ। এমন অশুভ সময় হল পঞ্চক। জ্যোতিষে পঞ্চককে অশুভ মনে করা হয়।

পাঁচটি নক্ষত্রের মিলিত সমষ্টি পঞ্চক —-

চন্দ্রের গোচরের সময় কুম্ভ ও মীন রাশিতে বিরাজ করলে পঞ্চক মনে করা হয়। ৫ দিনের সময়কাল থাকে এই পঞ্চকের। তাই একে পঞ্চক বলা হয়। ধনিষ্ঠা, শতভিষা, উত্তরা ভাদ্রপদ, পূর্বাভাদ্রপদ ও রেবতী নক্ষত্র পঞ্চকের অন্তর্গত।

পঞ্চক কালে নিষিদ্ধ পাঁচটি কাজ ——

১. পঞ্চক কালে বিছানা বানানো শুভ মনে করা হয় না। ব্যক্তির জীবনে অশুভ প্রভাব পড়তে পারে।

২. পঞ্চকের সময় ঘাস, কাঠ ইত্যাদি জ্বলনশীল পদার্থ একত্রিত করা উচিত নয়।

৩. পঞ্চকের সময় দক্ষিণ দিকের যাত্রা করা উচিত নয়। কারণ দক্ষিণ দিককে যম ও পিতৃপুরুষদের দিক মনে করা হয়।

৪. পঞ্চকের সময় বাড়ির ছাদ বানানো অনুচিত। এর প্রভাবে পারিবারিক কলহ, আর্থিক লোকসানের সম্ভাবনা থাকে।

৫. এই সময় শয্যা তৈরি করা উচিত নয়।

পঞ্চকের প্রকার ——–

১. রোগ পঞ্চক- রবিবার যে পঞ্চক শুরু হয় তাকে রোগ পঞ্চক বলা হয়।

২. রাজ পঞ্চক- সোমবারের পঞ্চককে রাজ পঞ্চক বলা হয়। এই পঞ্চককে শুভ মনে করা হয়।

৩. অগ্নি পঞ্চক- মঙ্গলবার যে পঞ্চক শুরু হয় তা হল অগ্নি পঞ্চক।

৪. মৃত্যু পঞ্চক- শনিবার এই পঞ্চক শুরু হয়।

৫. চোর পঞ্চক- শুক্রবার পঞ্চক শুরু হলে তাকে চোর পঞ্চক বলা হয়।

বুধবার ও বৃহস্পতিবারের পঞ্চক দোষ মুক্ত।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন