ক্রিকেট মাঠে ইংরেজদের ঘায়েল করেছিলেন তরুণ স্বামী বিবেকানন্দ ! জানুন অজানা কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা বিশ্বে তিনি পরিচিত একজন চিন্তাবিদ এবং ধর্মসংস্কারক হিসেবে। ধর্মের চেয়েও শরীরচর্চাকে শ্রেয় বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন তা তাঁর বিখ্যাত উক্তি, ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে’’ থেকেই বোঝা যায়। স্বামীজি নিজেও নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলা করতেন। একজন বোলার হিসেবেও বিবেকানন্দ তাঁর বাগ্মীতার মতো ধারাল ছিলেন তা ইডেন গার্ডেনে হারে হারে টের পেয়েছিল ইংরেজরা।

কলকাতা ময়দানের ইতিহাস অনুযায়ী স্বামী বিবেকানন্দ ক্রিকেটের মাঠেও ইংরেজদের নাকানি চোবানি খাইয়েছিলেন। ময়দানি ইতিহাস বলে প্রায় ১৩৫ বছর আগে ইডেনের ঐতিহাসিক মাঠে খেলা হওয়া ম্যাচে তরুণ নরেন্দ্রনাথ দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন ৭ উইকেট। কলকাতায় ইংরেজরা বিনোদন এবং অবসর সময় কাটাতে ক্রিকেট খেলতেন ইডেনে। কলকাতাতেও সেই সময় ক্রিকেটের বেশকিছু ক্লাব চালু হয়েছিল এবং কলকাতার তরুণ সম্প্রদায়ও এই খেলার প্রতি আকৃষ্ট হয়।

১৮৭২ সালে কলকাতায় ইংরেজরা ক্রিকেট ক্লাব তৈরি করেছিল। গণিত বিশারদ সারদারঞ্জন রায় তৈরি করেছিলেন কলকাতার দ্বিতীয় ক্রিকেট ক্লাব। এই ক্লাবের নাম ছিল টাউন ক্লাব। তাঁর এই ক্লাব তৈরির উদ্দেশ্য ছিল ইংরেজদের তাদের পারম্পারিক খেলায় হারানো। সংবাদপত্র ব্রিজের একটি রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষ তরুণ নরেন্দ্রনাথকে ক্রিকেট খেলার অনুরোধ করলে তিনি রাজি হন। হেমচন্দ্রের তত্ত্বাবধানে বলিষ্ঠ চেহারার নরেন্দ্রনাথ একজন দুর্দান্ত বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন।

হেমচন্দ্রের কথা অক্ষরে অক্ষরে পালন করেন বিবেকানন্দ। তিনি মাঠে নেমে নিজের বোলিংয়ে একের পর এক সাত উইকেট নেন। সবচেয়ে মজার হলো ইংরেজদের স্কোরবোর্ডে সেই সময় দলের রান ছিল মাত্র ২০। আর খুব বেশি ক্রিকেট খেলেননি বিবেকানন্দ। তিনি এরপর দেশের আর ধর্মসংস্কারের কাজে নিজেকে নিয়োজিত করেন এবং অচিরেই হয়ে ওঠেন সকলের স্বামীজি। তিনি নিয়মিত ক্রিকেট খেললে তাতেও এক মহান খেলোয়ার হয়ে উঠতেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন