Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সনাতন ধর্ম অনুযায়ী নতুন বছরের প্রথম উত্সব হল মকর সংক্রান্তি। ফসল রোপণ করার উত্সব মকর সংক্রান্তি। এদিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। কৃষিভিত্তিক অর্থনীতিতে গোটা দেশ এই উত্সবে মেতে ওঠে। মকর সংক্রান্তির পুজো ছাড়া উত্সব অসম্পূর্ণ। সূর্য এদিন মকর রাশিতে প্রবেশ করে। তাই এই উত্সবে সূর্য দেবতার পুজো করা হয়। আমাদের রাজ্যে মকর সংক্রান্তিতে লক্ষ্মী পুজোর প্রথা প্রচলিত আছে। দেখুন একনজরে —–
১. সংক্রান্তির আগে থেকে বাড়ি পরিষ্কার করা হয়। পুজোর ঘরটি যত্ন নিয়ে পরিষ্কার করা হয় এই সময়।
২. এরপর সংক্রান্তির দিন সকালে বাড়ির সদস্যরা গায়ে তেল মেখে স্নান করেন।
৩. আলপনা দিয়ে বাড়ি সাজানো হয়। ফুলের মালা ও আমপাতা গিয়ে ঘরের মূল প্রবেশদ্বার সাজানো হয়।
৪. সূর্য দেবতার ছবি বা মূর্তি পুজোর ঘরে স্থাপন করা হয়।
৫. মকর সংক্রান্তি পুজোর উপকরণ হল ফুল, নারকেল, প্রদীপ, গঙ্গাজল, সুপারি, চাল ধোওয়া জলে গোলা হলুদ, তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং আখ। সব আচার ব্যবহার পালন করে মকর সংক্রান্তির পুজো সাঙ্গ করুন।
৬. এদিন কোনও ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়ান। খাওয়ার পরে তাঁকে নিত্যদিনের জীবনে প্রয়োজনীয় কোনও জিনিস দান করুন। যেমন কম্বল, টর্চ বা বাসন
বাড়ির মহিলারা এই দিন সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশে প্রথমে কিছু খাবার দিন। দিনটিতে বাড়িতে আমিষ কিছু রান্না করবেন না। যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে। রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল থাকলে খুব উত্তম।
এই দিন বাড়িতে যদি কোনও গরিব, দুঃখী বা ভিখারী আসে তবে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে, তা হলে এই দিন বাড়ি ফিরে আসা শুভ।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল