N95 মাস্ক কতদিন ব্যবহার করা যায় ? জানালেন বিশেষজ্ঞরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। পশ্চিমবঙ্গেও সংক্রামিতের সংখ্যা এবং সংক্রমণের হার দুইই খুব বেশি। তাই বিশেষজ্ঞ থেকে সরকার, সকলের তরফেই মানুষকে মাস্ক পরার কথা বলা হচ্ছে। বাড়ির বাইরে বেরলে মাস্ক হয়েছে মাস্ট। করোনার সংক্রমণ থেকে বাঁচার ক্ষেত্রে মাস্কের থেকে শক্তিশালী কোনও অস্ত্র আমাদের হাতে নেই। মাস্কের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির মুখ থেকে ড্রপলেট বেরতে পারে না। ফলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে। সুস্থ মানুষ মাস্ক পরে থাকলে তাঁর নাক, মুখ দিয়ে ড্রপলেট প্রবেশ করার আশঙ্কা অনেক কমে।

বাজারে অনেক ধরনের মাস্ক রয়েছে। এক্ষেত্রে যেমন রয়েছে কাপড়ের মাস্ক , তেমনই রয়েছে সার্জিকাল মাস্ক , এন৯৫। মানুষ সবধরনের মাস্কই পরছেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সব মাস্কের মধ্যে এন৯৫ মাস্ক সবথেকে বেশি সুরক্ষা দেয়। বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা: অনির্বাণ দোলই বলেন, ‘এন৯৫ মাস্ক সবেথেকে বেশি সুরক্ষা দেয়। এই মাস্ক পরলে রোগ ছড়ানো এবং রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে।

করোনার এই বেড়ে চলা সংক্রমণের মাঝে বহু সাধারণ মানুষই এন৯৫ মাস্ক পরার দিকে ঝুঁকছেন। এখনও মানুষের মনে অবশ্য একটি প্রশ্ন ঘুরছে, এন৯৫ মাস্ক কি একবার পরেই ফেলে দিতে হয় ? নাকি বারবার ব্যবহার করা যায় ? এন৯৫ মাস্ক কি বারবার ব্যবহার করা যায়? বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: অরিন্দম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, অনায়াসে এই মাস্ক একাধিকবার ব্যবহার করা যায়। তবে দেখবেন মাস্ক কালো হয়ে যাচ্ছে, মাস্কের রং বদলাচ্ছে, নাকের উপরের থাকা নোজক্লিপ ঠিকমতো বসছে না, মাস্ক মুখে ভালোমতো বসছে না- এই অবস্থায় আর মাস্ক ব্যবহার করা যাবে না।

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, ‘এন৯৫ মাস্কের অনেক দাম। তাই সকলে এই মাস্ক কিনতে পারবেন না। এছাড়া এন৯৫ মাস্ক সাধারণত স্বাস্থ্যকর্মীদের বেশি প্রয়োজন। এক্ষেত্রে সাধারণ মানুষের এই মাস্কের খুব প্রয়োজন নেই। সাধারণ মানুষ সার্জিকাল মাস্ক ভালো করে পরুন। সংক্রমণের আশঙ্কা দূর হবে। তবে কেউ চাইলে অনায়াসে এন৯৫ মাস্ক পরতে পারেন।’

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন