Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : Video তৈরির কাজ করে থাকলে YouTube-এ আপলোড করার ক ভেবে থাকবেন। জনপ্রিয় এই ভিডিয়ো প্ল্যাটফর্ম থেকে ভ্লগাররা মাসে কয়েক লক্ষ ডলার পর্যন্ত রোজগার করে থাকেন। আপনিও এই পথে যাত্রা শুরু করতে চাইলে তা কীভাবে শুরু করবেন? YouTube চ্যানেল মনিটাইজ করবেন কীভাবে? অন্তত কত সাবস্ক্রাইবার ও ভিউ প্রয়োজন? বিজ্ঞাপন ছাড়া আর কী কী উপায়ে YouTube থেকে রোজগার করবেন? দেখে নিন —-
YouTube থেকে রোজগার করবেন কীভাবে?
বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ নিয়মিত YouTube এ ভিডিও দেখেন। প্রত্যেক মিনিটে এই প্ল্যাটফর্মে 500 ঘণ্টা ভিডিয়ো স্ট্রিম হয়। এই কারণে YouTube ভিডিও আপলোড করলে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। রোজগার শুরু করার আগে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনার স্থায়ী দর্শক তৈরি করতে হবে।
কী কী বিষয়ে ভাববেন? দেখে নিন —–
আপনার ভিডিও কোন দর্শকদের কাছে নিয়ে যেতে চান তা ঠিক করুন। সেই দর্শকদের জন্য ভিডিয়ো তৈরি করে দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে।
ভিডিও তৈরির আগে উপযুক্ত বিষয় পছন্দ করুন। শুধুমাত্র সেই বিষয়ের উপরেই ভিডিয়ো তৈরি করুন। নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করুন।
ভালো ক্যামেরা, আলো, মাইক্রোফোন আপনার আরও প্রফেশনাল লুক দিতে পারে।
নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে। প্রত্যেক ভিডিয়োর সঙ্গে দিতে হবে কি-ওয়ার্ড। নিজের সোশ্যাল মিডিয়া ও নিজের ব্লগিং ওয়েবসাইটে ট্র্যাফিক নিতে হবে।
YouTube এ বিজ্ঞাপন কীভাবে কাজ করে?
YouTube থেকে রোজগারের জন্য চ্যানেলে অন্তত 1000 সাবস্ত্রাইবার থাকতে হবে। সাবস্ক্রাইবার প্রতি আপনি কোন রোজগার করতে পারবেন না। তবে যত বেশি সাবস্ক্রাইবার থাকবে রোজগারের সম্ভাবনা ততই বেশি হবে।
রোজগারের জন্য কত ভিউ প্রয়োজন?
1,000 সাবস্ক্রাইবারের সঙ্গেই রোজগার শুরুর জন্য বিগত 12 মাসে প্রয়োজন হবে 4,000 ঘণ্টা ভিউ। যত বেশি ভিউ পাবেন রোজগারের সম্ভাবনা ততই বাড়তে থাকবে। শুধুমাত্র YouTube এ দেখানো বিজ্ঞাপন থেকে রোজগার করে জীবন চালানো প্রথমে কঠিন হতে পারে।
YouTube Studio থেকে Monitization বিভাগে গিয়ে চ্যানেলে বিজ্ঞাপন দেখানো সিলেক্ট করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন থেকে রোজগারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে।
বিজ্ঞাপন ছাড়া YouTube থেকে আর কী কী উপায়ে রোজগার করতে পারবেন ?
এই প্ল্যাটফর্ম থেকে আর কী কী উপারে রোজগার করা যাবে?
মার্চেনইডাইস – টি-শার্ট, কফি মগ, ব্যাগ সহ নিজস্ব মার্চেনডাইস বিক্রি করে YouTube থেকে রোজগার করতে পারবেন।
ভিডিয়ো লাইসেন্সিং – আপনার কোন ভিডিয়ো ভাইরাল হয়ে গেলে বিভিন্ন মিডিয়া সেই ভিডিয়ো স্ট্রিম করার জন্য আপনাকে অতিরিক্ত টাকা দেবে।
চ্যানেল মেম্বারশিপ – চ্যানেলের মেম্বার হলে দর্শকরা অতিরিক্ত কনটেন্ট পেয়ে যাবেন। এইভাবে বাড়বে আপনার রোজগার।
চ্যাট পেমেন্ট – লাইভ স্ট্রিমে সুপার চ্যাটের মাধ্যমে দর্শকদের কাছ থেকে রোজগার করুন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল