Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- চিনি ব্যবহার করে শুধু মিষ্টি বৃদ্ধি করা যায় না বরং চিনি ব্যবহার করে জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। জ্যোতিষ শাস্ত্রে চিনির কয়েকটি সহজ সরল উপায় সম্পর্কে জানানো রয়েছে। যার সাহায্যে ধন, সম্পদ লাভ করতে পারবে। গ্রহ ও পিতৃদোষ থেকেও মুক্ত পেতে পারবে। জ্যোতিষ চিনির কোন উপায় সম্পর্কে জানানো রয়েছে জেনে নিন—
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
১. পিতৃ দোষ মুক্তির জন্য আটায় চিনি মিশিয়ে তার রুটি বানান। কাককে এই রুটি খাইয়ে দিন। এর ফলে পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
২. কোষ্ঠিতে রাহুর দশা মজবুত করার জন্য লাল রঙের কাপড়ে সামান্য চিনি বেঁধে নিন। ঘুমানোর সময় বালিশের নীচে এটি রেখে দিন। রাহুর দশা থেকে মুক্তি পেতে পারেন।
৩. তামার পাত্রে চিনি ও জল ঘুলে রাখুন। বাড়ি থেকে বেরোনোর সময় তা পান করে নিন। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জল পান করলে সাফল্য লাভ করবেন।
৪. শনিকে প্রসন্ন করার জন্য চিনির গুঁড়ো ও নারকেল কোড়া মিশিয়ে পিঁপড়েকে খাওয়াতে পারেন। শনির আশীর্বাদ পাবেন।
৫. সুখ-সমৃদ্ধির জন্য বাড়ি তৈরি করে থাকলে, বাড়ির ভিত্তিপ্রস্তরে এক লোটা চিনি রাখুন। ফলে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে।
৬. বাধা দূর করার জন্য শিব লিঙ্গকে অর্পণ করুন। জীবন থেকে সমস্ত দুঃখের নাশ হবে এবং আশপাশে ইতিবাচক শক্তির সঞ্চার হবে।
চিনি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে পাপ নাশ হয়। রোগ মুক্তির জন্য চিনি দিয়ে রুদ্রাভিষেক করানো উচিত।
৭. দাম্পত্য জীবনে বাধা এলে বা সম্পর্ক দুর্বল হলে অশ্বত্থ গাছের তলায় পিঁপড়েকে চিনি খাওয়ান।
৮. আইনি মামলা থেকে মুক্তি লাভের জন্য মাটির বাসনে চিনি রেখে শ্মশান ঘাটে গর্ত করে পুঁতে দিন। শীঘ্র আইনি মামলা থেকে নিস্তার পাবেন।
৯. স্নানের পর এক চিমটে চিনি নিয়ে তা পূর্ব দিকে ফেলে দিন। ইতিবাচক শক্তি উৎপন্ন হয়।
আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)