Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শহর জুড়ে যেন আবার প্রেমের মরসুম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ভরা বসন্তে শুরু ভালোবাসার সপ্তাহ। আর সরস্বতী পূজো মানেই এসে গেল বাঙালির প্রিয় ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবস। আর ভালোবাসার দিন মানে প্রেম দিবস। ক্যালেন্ডারে যত ভ্যালেনটাইন সপ্তাহ পালন হোক না কেন উৎসব প্রিয় বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই হল এই বসন্তে ‘অঘোষিত প্রেম দিবস’।
ওই দিন সকাল থেকে রং বেরঙের শাড়ি আর পাজামা পাঞ্জাবীর ভিড়ে ঠাসা স্কুল কলেজ জানিয়ে দেয় সরস্বতী পুজো এসে গেছে। ওই দিন একদম ভোরবেলা স্নানের পর হলুদ শাড়ি পরে কচিকাচাদের সেই চিরাচরিত অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায়। ওই দিন সকাল থেকেই দেখা গিয়েছে পাড়ায় পাড়ায়। এদিকে স্কুলের রোজের ‘ইউনিফর্ম ‘ ছেড়ে একটা দিনই সুযোগ রঙবে রঙের জামা পড়ার। যে স্কুল গুলোতে বছরের অন্যান্য দিন যাওয়া যায়না , সেই স্কুলে ঢোকবার সুযোগ এই দিনে হয়ে থাকে। ঠাকুর দেখার ছুতোতে স্কুলে কলেজে ঘুরতে যাওয়ার মজায় মশগুল কিশোর থেকে তরুণ প্রজন্ম। সত্যিই এক অদ্ভুত অনুভূতি।
আবার শীতের মরশুমের প্রথম থেকে যারা কুল খাওয়ার লোভ সামলে এসেছে, আজ তাঁদের আর পায় কে ! বইপত্তর আজ মা সরস্বতীর কাছে দিয়ে, দু’দিনের আনন্দ লুটে পুটে নেওয়ার তালে রয়েছে আপামর উৎসব প্রিয় বাঙালি। সব মিলিয়ে শুক্লা বসন্ত পঞ্চমীর সকাল থেকে বাঙালি বসন্ত উদযাপনের আনন্দে মেতে ওঠে। তাই ক্যালেন্ডারের ভ্যালেন্টাইন ডে-র আগেই শুরু হয় বাঙালীর ‘বসন্ত’ আর ‘ভ্যালেন্টাইন ডে ‘!
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল