মঙ্গলের অশুভ প্রভাব ও বছর ভর মানিব্যাগে টাকা ভর্তি রাখতে করুন এই সহজ টোটকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আমাদের জন্মছকে মঙ্গলের গুরুত্ব রয়েছে প্রবল। মঙ্গল আবার বিশুদ্ধতার প্রতীক। আমাদের জন্মছকে অশুভ মঙ্গলের প্রভাব থাকা খুব একটা ভাল বলে মনে করা হয় না। আর অশুভ মঙ্গলের প্রভাব যদি কোনো মানুষের উপর থাকে, তা হলে সেই ব্যক্তির জীবন খুব একটা মঙ্গলময় হয় না।

কারো লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে সেই মানুষ কর্তৃত্বপরায়ণ এবং ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ থাকেন। এছাড়া অশুভ মঙ্গল মানুষের অতিরিক্ত রাগ ও জেদ বাড়িয়ে তোলে। এরই সাথে কোনো সামান্য কারণেই এঁদের মাথা গরম হয়ে যায়। এরই সাথে অর্থের সমস্যা দেখা দেয়।

আরো পড়ুন :- মকর রাশিতে মার্গি হয়েছে বুধ, এর ফলে কোন রাশির মুখে ফুটবে হাসি, কে পড়বে সমস্যায় জানুন

এমন অনেকে আছে যাঁদের জন্মছকে মঙ্গলের স্থান অশুভ থাকে এবং মঙ্গলের এই অশুভ প্রভাব কী ভাবে কাটিয়ে উঠতে পারবেন তার সমাধান খোঁজেন। তবে জ্যোতিষ শাস্ত্রে মতে , এই সমস্যা সমাধানের নানা উপায় রয়েছে। তবে এখানে একটি উপায় দেওয়া হলো —

 

 

টোটকা :- সর্বপ্রথম একটা নিখুঁত পান পাতা এনে তা ভাল করে ধুয়ে তার ওপর কমলা রঙের সিঁদুর , সামান্য কেশর এবং চন্দন এক সঙ্গে মিশিয়ে নিজের ভাষায় ‘শ্রী রাম’ লিখুন এবং তারপর সেই পান পাতা হনুমানজীর চরণে রেখে দিন। যদি এই কাজটি সকালে করেন তাহলে পান পাতাটি পরের দিন সকালে হনুমানজীর চরণ থেকে তুলে বাড়ির কোনো শুদ্ধ স্থানে নিজের কাছে রেখে দিন। আর প্রতি দিন স্নান করার পরে পান পাতাটি নিজের মাথায় ঠেকিয়ে নিন। পান পাতাটি শুকিয়ে গেলে পুনরায় এই কাজটি করা যেতে পারে। এতে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যাবে। এরই সাথে টাকা পয়সা সারা বছর মানিব্যাগে ধরে রাখতে হলে পান পাতাটি নিজের মানিব্যাগে রাখতে হবে।

আরো পড়ুন :- জন্ম ছকে নক্ষত্র বিচার করে পেশা নির্বাচন করুন , পাবেন সাফল্য ! দেখুন পর্ব -১

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন