Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ শাস্ত্রে তিলতত্ত্বের বিশেষ প্রাধান্য রয়েছে। আর এই তিল মানুষের শরীরের যেকোনো স্থানে হতে পারে। আর কোনো মানুষের শরীরে উপস্থিত তিলের আকার, স্থান ও রঙ দেখে, সেই ব্যক্তি সমন্ধে অনেক কিছু জানা যায়। এই তিল কোনো মানুষের ভাগ্য বৃদ্ধি করতে পারে, আবার কখনও কখনও কোনো মানুষকে অশুভ ফলাফল প্রদান করতে পারে। সামুদ্র শাস্ত্র অনুযায়ী যে সকল জাতকদের কাঁধে তিল থাকে, তাঁরা অত্যন্ত বিশেষ হন। এই জাতকদের মধ্যে কিছু বিশেষ গুন থাকে , তবে চলুন এদের গুনের সমন্ধে জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :- মকর রাশিতে মার্গি হয়েছে বুধ, এর ফলে কোন রাশির মুখে ফুটবে হাসি, কে পড়বে সমস্যায় জানুন
১. বাঁ কাধে তিল :- যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা মুক্ত মনের মানুষ হন। এরা নিজের সমস্ত জীবন অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পছন্দ করেন। জীবনে সমস্ত কাজ করা উচিত বলে মনে করেন এমন জাতক। এরা আবার ঠিক-ভুল নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করেন না। এই জাতকরা দূরদর্শী, কর্মঠ, পরিশ্রমী হন। এরা সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে ভালোবাসেন। এরা কোনো কাজে দেরি করতে একেবারে পছন্দ করেন না।
২. ডান কাঁধে তিল :- অনেক জাতকের ডান কাঁধে তিল থাকে। আর ডান কাঁধে তিল থাকলে তাঁরা অত্যন্ত খোশমেজাজের হয়ে থাকেন। এরা যেখানেই যান, সেখানকার পরিবেশ আনন্দে ভরে যায়। এদের চট করে কোনো ব্যক্তি বা পরিস্থিতি তাঁদের প্রভাবিত করতে পারে না। এরা একটু ঘুরতে ভালোবাসেন। দামী-দামী শখ পোষণ করেন। এমনকি এরা নিজের শখ পূরণ করার জন্য প্রচুর পরিশ্রমও করেন।
৩. কাঁধের সামনের অংশে তিল :- যেই জাতকের এই স্থানে তিল থাকে সেই জাতক অত্যন্ত আবেগপ্রবণ হন। ছোটোখাটো কথায় কেঁদে ফেলেন এরা । এরা একদম চিৎকার-চেঁচামিচি করতে ভালোবাসেন না। যাঁরা এদের আবেগকে গুরুত্ব দেয়, তাঁদের সাথেই এরা বন্ধুত্ব করেন। লোকের শান্তির কামনায় সমস্ত কিছু করতে পারেন এই জাতকরা।
৪. কাঁধের পিছনের অংশে তিল :- সামুদ্র শাস্ত্র অনুযায়ী যেই জাতকদের কাঁধের পিছনের অংশে তিল থাকে, তাঁরা মনের গোপন কথা লুকিয়ে রাখেন। এমনকি এরা সকলের সঙ্গে কথা বলতে ভালোবাসেন না। সাধারণ জীবনযাপন ও অর্থ সঞ্চয়ে বিশ্বাসী এরা ।জীবনে আকস্মিক কোনও সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দেন।
আরো পড়ুন :- মঙ্গলের অশুভ প্রভাব ও বছর ভর মানিব্যাগে টাকা ভর্তি রাখতে করুন এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )