জানুন মহাশিবরাত্রির পূজোর শুভ মুহূর্ত ? পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম শুভ উৎসব। হিন্দুদের বিশ্বাস, এই পবিত্র দিনেই দেবী পার্বতী এবং মহাদেবের বিয়ে হয়েছিল। দেবতার আশীর্বাদ পেতে, ভক্তরা উপবাস পালন করে এবং রুদ্রাভিষেক করেন।

শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। শিবপুজোর অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গাজল বা গঙ্গাজল মেশানো জল ব্যবহার করা হয়। আর শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় তিনটি পাতাযুক্ত যৌগিক বেলপাতা। জীবন থেকে সমস্ত মন্দ এবং নেতিবাচকতা দূর করার জন্য মহা শিবরাত্রির দিনে রুদ্রাভিষেকের মতন পবিত্র হিন্দু আচার অনুষ্ঠান পালিত হয়। এটি শিবকে সন্তুষ্ট করার পবিত্র আচার, যা রুদ্র নামেও পরিচিত।

শিবরাত্রি একটি শুভ হিন্দু উৎসব। বছরে পালিত ১২টি শিবরাত্রির মধ্যে মহা শিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের বিশেষ তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করা হয়। মহা শিবরাত্রিতে, ভক্তরা ব্রত পালন করেন এবং ভগবান শিবকে পূজা করেন। তারা সুস্থ ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য তাঁর আশীর্বাদ কামনা করেন।

তিথি এবং সময় — ১ মার্চ, ২০২২, মঙ্গলবার

নিশিতা কাল পূজার সময় – রাত ১২টা ২৬ মিনিট থেকে ১টা পর্যন্ত, ২ মার্চ, ২০২২

রাত্রি প্রথম প্রহর পূজার সময় – সন্ধ্যে ৬টা ৪৪ মিনিট থেকে রাত ৯টা ৪৭ মিনিট পর্যন্ত, ১ মার্চ

রাত্রি দ্বিতীয় প্রহর পূজার সময় -রাত ৯টা ৪৭মিনিট থেকে রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত, ২ মার্চ

রাত্রি তৃতীয় প্রহর পূজার সময় – রাত ১২টা ৫১ মিনিট থেকে ভোররাত ৩টে ৫৪ মিনিট পর্যন্ত, ২ মার্চ

রাত্রি চতুর্থ প্রহর পূজার সময় – ভোররাত ৩টে ৫৪ মিনিট থেকে সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত,২ মার্চ

চতুর্দশী তিথি শুরু হয় – ১লা মার্চ, ভোররাত ৩টে ১৬ মিনিট থেকে শুরু

চতুর্দশী তিথি শেষ হবে – ২ মার্চ, রাত ১টা

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন