Bangla News Dunia, অজয় দাস :- এখন পর্যন্ত সারা বিশ্বে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যাদের মধ্যে ২৯০০ র বেশি মানুষ চিনের বাসিন্দা। এই ভাইরাস এখন চীন থেকে বেরিয়ে সারা বিশ্বে তার প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৯০ হাজার লোক আক্রান্ত হয়েছেন। চীনের বাইরে ইতালি , ইরান , জাপান , দক্ষিণ কোরিয়া , ফ্রান্স , আমেরিকা এই সব দেশে এই ভারাসের প্রকোপ দেখা দিয়েছে। ভারত ও ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনার চেষ্টা করছে।
তবে চিন্তার বিষয় হলো এই ভাইরাসের লক্ষণ দেশের ভিতরেও দেখা দিচ্ছে। এই ভাইরাসের লক্ষণ হায়দ্রাবাদ ও দিল্লিতে দেখা দিয়েছে। তবে আপনার এলাকায় এই ভাইরাস পৌঁছতে সময় লাগবে না। তাই এখুনি সাবধান হন।
[ আরো পড়ুন :- চোখে ট্যাটু করিয়ে সম্পূর্ণ দৃষ্টি শক্তি হারালেন এই মডেল ]
এই ভাইরাসের লক্ষণ বুঝবেন কি করে :- এই ভাইরাসের প্রকোপে আসলে জ্বর , সর্দি , কাশি , গলায় জ্বালা পড়া , শরীরের বিভিন্ন অংশে ব্যাথা , শুকনো কাশি , শরীর দুর্বল অনুভব করা , ডায়রিয়া এই সব লক্ষণ শরীরে অনুভব করলে অবহেলা না করে ডাক্তারের কাছে জান।
এই ভাইরাস আক্রান্ত রোগীর মাধ্যমে ছাড়ায় , এই ভাইরাস আক্রান্ত ব্যাক্তির সাথে হাত মিলালে , গলা মিলালে , আক্রান্ত ব্যাক্তির জামা কাপড় থেকে ছড়াতে পারে। তবে কিছু রোগীর ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলেও লক্ষণ প্রকাশ পায়না।
এই ভাইরাস থেকে বাঁচতে আপনাকে কি কি করা জরুরি :- এই ভাইরাস থেকে বাঁচার জন্য বাড়ি ঘর পরিষ্কার রাখুন। বিভিন্ন ডিটারজেন দিয়ে ঘর পরিষ্কার করুন। কোনো রোগীর কাছ থেকে আসলে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন , তবে হাত মুখ , নাক বা চোখে দেবেন না। নিজের জামা কাপড় চেঞ্জ করুন। মাস্ক পরে বাইরে বেরোন। পারলে হাতে গ্লাভস পরে নিন। যাতে কোনো বস্তু হাত দিয়ে ধরতে না হয়।
কারন এই ভাইরাস বস্তুর মাধ্যমেও ছড়ায়। আপনি কোথাও কাজ করলে কর্মস্থলে মাস্ক পরে কাজ করুন। কর্মস্থলে ভালো করে সতর্কতা নিন কারণ সেখানে বিভিন্ন লোক কাজের জন্য আসে। খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এই সবের মাধ্যমে আপনি আপনাকে বাঁচাতে পারবেন।
তবে আপনার বাড়িতে কোনো রোগী থাকলে তাঁকে আলাদা ঘরে থাকতে দিন , যাতে তার মাধ্যমে আপনাদের এই ভাইরাস না ছড়ায়।