Bangla News Dunia, সারদা দে :- এ বছর অসময়ে বৃষ্টির কারণে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি, দেশের অনেক রাজ্যে অমৌসুমি বৃষ্টিপাত হয়েছে, রবি মৌসুমের ফসলের বপন দেরি হয়েছে। এ অবস্থায় এমন অনেক ফসল রয়েছে যাদের বপন কম হবে বলে আশা করা হচ্ছে।
আমরা যদি মহারাষ্ট্রের কথা বলি, এখানকার কৃষকরা খুব বড় পরিসরে গম বপন করে। এ বার গম চাষ বাড়বে বলে আশা করা হলেও অমৌসুমি বৃষ্টির কারণে রাজ্যে গম চাষ হয়নি। এমন পরিস্থিতিতে কৃষকরা এখন জোয়ার ও গমের বিকল্প হিসেবে সরিষা চাষের ওপর জোর দিচ্ছেন।
খুব অল্প জমিতে সরিষা আবাদ হলেও এ বছর চিত্র পাল্টে যাওয়ায় গমের বিকল্প হিসেবে সরিষা চাষ করছেন কৃষকরা। তবে এর দাম সর্বনিম্ন ভিত্তিমূল্যের চেয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গম ও সরিষার উন্নত চাষের পরামর্শ দিচ্ছেন। কৃষকরা বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে গম ও সরিষা চাষ করলে ফসলের ফলন ভালো হবে।
আরো পড়ুন :- কম সময়ে বেশি অর্থ উপার্জন করতে চাইলে আজি শুরু করুন এই ৩টি কৃষি ব্যবসা
সরিষা চাষ পদ্ধতি
সরিষা চাষে কৃষকদের উচিত তাপমাত্রা বিবেচনা করে বপন করা। মনে রাখবেন যে এই ফসলের বপন খুব দেরি করা উচিত নয়। অন্যদিকে বীজ বপনের আগে একই সঙ্গে মাটিও পরীক্ষা করতে হবে। বীজ বপন করার আগে নিশ্চিত করুন যে মাটিতে সঠিক আর্দ্রতা আছে কিনা । এছাড়া পুসা বিজয়, পুসা-২৯, পুসা-৩০, পুসা-৩১ জাতের সরিষা চাষিরা বপন করতে পারেন। এসব জাত বপন করে ভালো ফলন পাওয়া যায়।
আরো পড়ুন :- কম সময়ে লাভবান হতে চাইলে এই জনপ্রিয় মাশরুম চাষ করুন
মনে রাখতে হবে সরিষা বীজ বপনের আগে প্রতি কেজি 2.5 গ্রাম ক্যাপ্টান দিয়ে শোধন করা উচিত। এইগুলি পাশাপাশি সারিতে বপন করতে হবে। কম বিক্ষিপ্ত জাত হলে, বপনের সময় ৩০ সে.মি. আর আরও বিক্ষিপ্ত জাতের জন্য, সারিতে ৪৫-৫০ সেমি ব্যবধান রাখুন। উপরন্তু, গাছ থেকে গাছের দূরত্ব ১২-১৫ সেমি হওয়া উচিত। এভাবে কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গম ও সরিষা চাষ করে ভালো ফলন পেতে পারেন।