নানা সমস্যায় জর্জরিত হয়ে আছেন ? হোলির দিন পালন করুন কিছু নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হোলি উৎসব সব দিক থেকে গুরুত্বপূর্ণ। এই দিনে অর্থ, সম্পত্তি এবং সমস্যার অনেক প্রতিকারের উপায় পাওয়া যায়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি পালিত হয়। সন্ধ্যায় হোলিকা দহন হয় এবং চৈত্র মাসের প্রতিপদ তিথিতে দোল পালিত হয়। এবার হোলি পালিত হবে ১৭ই মার্চ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্রের অবস্থান খুবই বিশেষ। আসুন জেনে নেওয়া যাক এই দিনে কী কী ব্যবস্থা করা উচিৎ —-

আরো পড়ুন :- দাম্পত্য জীবনে সুখ-শান্তি চান ? বাস্তু মতে সাজান শয়ণ কক্ষ

১. হোলির রাতে তুলসীর মালা দিয়ে ‘ওম নমো ভগবতে রুদ্রায় মৃতার্ক মধ্যক মধ্য সংস্থায় মম শর্যম অমৃতম কুরু কুরু স্বাহা’ ১০০৮ বার জপ করুন, ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে তাকে উপশম করুন।

২. দীপাবলির মতো, হোলির রাতও একজন মানুষকে ধনী করতে পারে। হোলির রাতে নিয়ম অনুযায়ী চাঁদের পূজার পর গরুর কাঁচা দুধ দিয়ে চাঁদকে অর্ঘ্য নিবেদন করা হয়। ক্ষীর বা দুধ দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন। প্রতিকার খুব তাড়াতাড়ি আপনার দিন বদলে দেবে।

niladri misra

৩. যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে ত্রুটি থাকে তবে তা থেকে মুক্তি পেতে হোলির দিনটি খুব বিশেষ। হোলিকা দহনের ছাই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পাশাপাশি ছাই জলে রেখে স্নান করলে গৃহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

৪. আপনার কোনও ইচ্ছা পূরণ না হয়, তাহলে হোলির রাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হতে পারে। এর জন্য হোলিকা দহনের আগে হোলিকার পূজা করুন। পূজায় হলুদ, ফল-সবজি ও গোবর ব্যবহার করুন। ৮টি প্রদীপ জ্বালান। এই প্রতিকার আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে।

আরো পড়ুন :- বাস্তুর দোষ দূর করতে ও ব্যবসায় অগ্রগতির জন্য লাল চন্দনের এই প্রতিকারগুলি করুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন