Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- টাকা পয়সা সবার জীবনেই জরুরি। অর্থ ছাড়া জীবনে সমস্যা নেমে আসে। অর্থ না থাকলে অনেকে দুর্ভাগা মনে করে থাকেন। অনেকে আছেন যাঁরা সারাদিন প্রচুর পরিশ্রম করেও কাঙ্খিত অর্থ উপার্জন করতে পারেন না। অনেকে যথেষ্ট অর্থ উপার্জন করেও রাখতে পারেন না। তাই মাসের শুরুতে হাতে টাকা থাকলেও শেষে গিয়ে সেই টানাটানির মধ্যে পড়তে হয়।
আরো পড়ুন :- বাস্তুর দোষ দূর করতে ও ব্যবসায় অগ্রগতির জন্য লাল চন্দনের এই প্রতিকারগুলি করুন
শুধু পরিশ্রম করেই অর্থবান হওয়া যায় না। তার জন্য জীবনে পজিটিভ এনার্জি জরুরি। অনেক সময় আমরা এমন কোনো কোনো কাজ করে ফেলি, যা আমাদের আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পথে বাধার সৃষ্টি করে। বাস্তু শাস্ত্র অনুসারে কিছু কাজ আছে যা ঘরের ভেতরে করা উচিত নয়। সর্বদা ঘরের বাইরে করবেন। না হলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হবে।
দেখে নেওয়া যাক কাজ গুলি কী কী ?
ডাস্টবিন ঘরের ভেতরে রাখবেন না। ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা উচিত। ঘরের ভেতর ময়লা আবর্জনা জমিয়ে রাখলে তার নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়তে বাধ্য।
ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি। না হলে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধার সৃষ্টি হবে। জামা কাপড়, তোয়ালে, চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলবেন না।
জেনে রাখুন আপনার আর্থিক বিষয়ক, পুরনো কাগজপত্র ঘরে নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। অপ্রয়োজনীয় কাগজপত্র রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না। যদি কোনো কাগজ রাখার দরকার পড়ে, তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন। ডিজিটাল কপি করে রেখে দিতে পারেন।
পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য অবশ্যই জানালা দরজা খোলা রাখবেন। দরজায় যেন ধুলো ময়লা জমে না থাকে।
আরো পড়ুন :- এই কয়েকটি টোটকা পালনে সংসারে আসবে মা লক্ষ্মীর কৃপা
বাড়িতে ইনডোর প্লান্ট রাখা খুবই ভালো। তবে তা যেন শুকিয়ে না যায়। ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ। তাতে নিয়মিত জল দিন।
রান্নাঘর বা বাথরুমে যেন কোনো জলের কল খারাপ না হয়ে যায়। কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
আপনার ঘরের কোনো কোনও সামগ্রীর সাথে নেগেটিভ এনার্জি জড়িয়ে থাকতে পারে। পুরনো জামাকাপড়, ছেঁড়া ফটো, পুরনো কাগজ, পুরনো ডায়রি। যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন।
আরো পড়ুন :- জীবনে প্রকৃত ভালোবাসার সন্ধান চান ? মেনে চলুন বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)