Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু সনাতন ধর্মে শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। সাকার রূপ হিসেবে শিব লিঙ্গের পুজো করা হয়। পুরাণ অনুযায়ী অনন্ত আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তাঁর ভিত্তি। সময় ফুরিয়ে এলে ব্রহ্মাণ্ড ও সমস্ত দেবতা শিবলিঙ্গে বিলীন হয়ে যাবে। শিব নিজেকে অনন্ত ও অনাদি অগ্নি স্তম্ভ রূপে প্রকট করার পর ব্রহ্মা ও বিষ্ণুকে যথাক্রমে নিজের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ খুঁজতে বলেন। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু শিবের শুরু বা সমাপ্তি খুঁজে পান না।
শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না। জ্যোতিষ মতে, বাড়িতে শিবলিঙ্গের পুজো করলে শিব পুরাণে বর্ণিত কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। দেখুন একনজরে —–
আরো পড়ুন :- আপনার পরিবারকে দারিদ্রতা গ্রাস করছে ? সমস্যা মেটাতে মেনে চলুন বাস্তু টিপস
১. প্রতিদিন শিব লিঙ্গের পুজো করা সম্ভব হলে, তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন। অন্যথা বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না।
২. শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়। প্রতিদিন নিয়ম-নীতি মেনে তাঁর পুজো ও অভিষেক করা উচিত।
৩. শিব পুরাণে বলা হয়েছে যে, সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে শুভ ফলাফল লাভ করা যায়।
৪. বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ ঠাকুরঘরে স্থাপন করা উচিত নয়।
৫. বাড়িতে প্রতিদিন সকাল, সন্ধ্যা শিবলিঙ্গের পুজো করা উচিত। দুবেলা পুজো করা সম্ভব না-হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না।
৬. বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই। ঈশান কোন ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত।
৭. বাস্তু শাস্ত্র অনুযায়ী সপ্তাহ অথবা দিনে এক বা দুবার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে।
৮. বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে, সোনা, রুপো বা তামা ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগও শিবলিঙ্গে রাখবেন। কেতকীর ফুল, তুলসী, সিঁদূর এবং হলুদ অর্পণ করতে নেই। এই সামগ্রী গুলি শিবের অপ্রিয়।
আরো পড়ুন :- শুক্রের আশীর্বাদে এই ৩ রাশির মানুষরা পৌঁছবেন সাফল্যের চূড়ায় , দেখুন আপনি আছেন কি না
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )