Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ইতি মধ্যেই নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় নবরাত্রিতে কোনো ব্যাক্তি দেবী দুর্গার আরাধনা করলে তিনি প্রসন্ন হন এবং তাঁর সমস্ত কষ্ট দূর হয়। আপনার উপরে যদি ঋণের বোঝা হয়ে থাকে বা আপনি বেকারত্বের মুখোমুখি হয়ে থাকেন, তবে এমন পরিস্থিতিতে কিছু প্রতিকার আপনার জন্য খুব কার্যকর হতে পারে।
জ্যোতিষ শাস্ত্রে নবরাত্রিতে এমন কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা ব্যবহার করে দারিদ্র ও ঋণ দুটোই দূর করা যায়। তবে চলুন বেকারত্ব ও ঋণের বোঝা থেকে মুক্তি পেতে এই নবরাত্রিকে কি কি টোটকা পালন করবেন তা দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- জীবনে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ? পালন করুন কিছু টিপস
বেকারত্ব দূর করতে :- আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে নবরাত্রির দিন গুলিতে এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে “ওম হীণ ভগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধা কুরু ফট স্বাহা” , তবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই এই মন্ত্র জপ করবেন।
দারিদ্র্য দূর করতে :- দারিদ্র্য থেকে মুক্তি পেতে চাইলে অষ্টমীর দিন উত্তর দিকে মুখ করে চালের গাদা তৈরি করুন এবং শ্রী যন্ত্র রেখে চারদিকে নয়টি প্রদীপ জ্বালান। তারপর আপনার চোখ বন্ধ করুন এবং আপনার মনের মধ্যে নয়টি রূপের ধ্যান করুন। পূজা শেষ হলে সেই চাল নদীতে প্রবাহিত করুন এবং শ্রী যন্ত্রটি ঘরেই রাখবেন। এতে করে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায়।
ঋণ থেকে মুক্তি পেতে :- ঋণ থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন “সর্ব মঙ্গল মাঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে” । এছাড়াও, যদি পারেন মায়ের পুজোর দিনে মাকে ১০৮টি গোলাপ ফুল অর্পণ করুন। তাছাড়া যদি পারেন মায়ের সামনে দেড় কেজি মসুর ডাল রেখে ঘির প্রদীপ জ্বালিয়ে দিন। এই ডাল পরে গরিব দুঃখীকে দান করুন।
আরো পড়ুন :– বাস্তু দোষ দূর করতে পালন করুন সঠিক উপায়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )