জীবনে সাফল্য পেতে মেনে চলুন চানক্য নীতি ! দেখুন পর্ব-৩

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দে। ইতিহাসে পরিচিত চাণক্য নামে। প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা ছিলেন। তাঁর অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ, রাজনীতি, জীবন বিষয়ক বাণী বা উক্তিগুলো রয়েছে সেগুলির প্রাসঙ্গিকতা আজও সমধিক। রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাঁকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন। দেখে নিই কৌটিল্য চাণক্যের বিখ্যাত উক্তি ও নীতি বাণী গুলি —–

১.”গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায়  কিছু আসে যায় না। নীচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, দেবতারাও তাঁকে সম্মান করেন।

২.”নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না,
নিমগাছ যেমন জলসিক্ত করে বা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না।

diana collage

৩. হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।

৪.“যেইসব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে, জীবনে সফল হতে পারেনা এবং বেশিরভাগ কাজ ঠিক মতো করতে অক্ষম হয়।

৫.“একজন পন্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ-কষ্টের স্বীকার হতে পারেন যদি মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন বা দুষ্ট স্ত্রীর ভরন পোষণে লিপ্ত হন বা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন।“

৬.“ অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে, যতটা তাদের পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন।“

৭.”গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, পৃথিবীতে এমন কোনও জিনিস নেই,
যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।“

৮.”যারা পরিশ্রমী, তাদের জন্যে কোনকিছু জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোন ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয়।

আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন