Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্রে পূজার্চনার নির্দিষ্ট পদ্ধতি ও পুজোয় ব্যবহৃত সামগ্রীর বেশ কিছু উল্লেখ পাওযা যায়। শুদ্ধ ও উপযুক্ত সামগ্রী সহকারে নিয়ম মেনে পুজো করলে তার অনেকটা সুফল পাওয়া যায়। পুজোয় নির্দিষ্ট সামগ্রীর ব্যবহার ও নিয়ম পালনের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। এর ফলে দেব-দেবী প্রসন্ন হন ও ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। দেখুন একনজরে —
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যার সমাধান চান ? মুক্তি দেবে এই ফুল
১. কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ। সকাল-সন্ধ্যার পুজোর পর বাড়িতে কর্পূর জ্বালানো উচিত। আরতির পর কর্পূরের আরতি গ্রহণ করা হয়। পুজোয় কর্পূরের বিশেষ মাহাত্ম্য আছে। রাতে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে ঘুমানোও শুভ।
অন্য দিকে বাড়ির বাস্তু দোষ দূর করার জন্যও কর্পূর ব্যবহার করা হয়। এর প্রভাবে বাস্তু দোষ দূর হবে।
২. সন্ধ্যা আরতির পর হনুমান চালিসা পাঠ করা শুভ। ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ করা যায়।
৩. পুজোয় দু ধরনের ধুনো ব্যবহৃত হয়। প্রথমত গুগ্গল ও কর্পূরের ধুনো ও দ্বিতীয়ত গুড়-ঘি মিশিয়ে ঘুটের ওপর এই মিশ্রণ রেখে ধুনো দেওয়া হয়।
৪. পরিবারের কোনও সদস্যের ওপর সঙ্কট এলে জল ভরতি নারকেল, সেই ব্যক্তির মাথা থেকে ২১ বার ঘুরিয়ে, কোনও দেবস্থানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। মঙ্গলবার ও শনিবার এই উপায় করুন।
৫. শাস্ত্র মতে প্রতিদিন মন্দির যাওয়া শুভ। সোমবার শিব মন্দির, মঙ্গলবার বজরংবলীর মন্দির, বুধবার দুর্গা মন্দির, শুক্রবার লক্ষ্মী ও কালী মন্দির, শনিবার শনি মন্দির এবং রবিবার বিষ্ণু মন্দির যাওয়া উচিত।
৬. পুজোয় কিছু সামগ্রী অত্যন্ত জরুরি। ধূপ, প্রদীপ, চন্দন, কুমকুম, অষ্টগন্ধ, জল, ধুনো, কর্পূর, ঘি, ফুল, ফল, পঞ্চামৃত, পঞ্চগব্য, নৈবেদ্য, শঙ্খ, ঘণ্টা, আলপনা, তুলসী, তিলক, মৌলী, স্বস্তিক, ওম, অশ্বত্থ, আম ও কলা পাতা। স্নান ও স্বচ্ছ বস্ত্র পরে পুজো করা উচিত।
আরো পড়ুন :- দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তনের ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে এই রাশি গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )