Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। মনে করা হয়, এ মাসে নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। এই মাস বিষ্ণুকে সমর্পিত হওয়ায় মাধব মাসও বলা হয়। হিন্দু ধর্ম শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে জীবনে শুভ ফল লাভের জন্য বৈশাখ মাসে কী কী দান করা উচিত তা দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- ভাগ্যের জোরে নয়, নিজের কর্ম ও পরিশ্রমের জোরে জীবনে উন্নতি লাভ করে এই রাশি গুলি
১. সম্ভব হলে বৈশাখ মাসে কোনো গরিব দুঃখীকে গোটা যব বা যবের আটা দান করতে পারেন। শাস্ত্রে যবকে সোনার সমান মনে করা হয়। তাই যব দানকে স্বর্ণ দানের সমান ফলদায়ক গণ্য করা হয়। যজ্ঞেও অবশ্যই যব ব্যবহার করা হয়। এ কারণে ব্রাহ্মণদের যব দান দেওয়ার রীতি রয়েছে।
২. বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানোও শুভ। বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষ মতে, এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন। এর প্রভাবে ঘর ও পরিবারে সুখ-সমৃদ্ধি লাভ করা যায়।
৩. শাস্ত্র অনুযায়ী , বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে ফল, পাখা, অন্ন, জল দান করা শুভ। এ ছাড়াও কোনো মন্দির, কোনো সর্বজনীন স্থান বা বাগানে মাটির কলসি দান করতে পারেন। এ ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে।
৪. বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি-জুতো দান করতে পারেন। এই দানের ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে।
৫. বৈশাখ মাসে জপ, তপ, যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয়। এই মাসে সকালে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখে বিষ্ণু পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। ব্যক্তি নিজের জীবনে সাফল্য লাভ করে।
আরো পড়ুন :- মেষ রাশিতে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ, ফলে এই ৪ রাশির মানুষরা হবেন লাভবান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )