Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বিদুৎ বিল দিতে গিয়ে অতিরিক্ত খরচের অর্থ আর পকেটে টান। প্রতিমাসে ইলেকট্রিক বিলের জন্য যে পরিমাণ অর্থ প্রত্যেকে রাখেন তার থেকে অনেকটাই বেশি বিল এলে সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধান কীভাবে ? যেহেতু প্রতিটি জিনিসের দাম বাড়ছে তাই প্রত্যেক সাধারণ মানুষের খরচ চালাতে সমস্যা হচ্ছে। এর সঙ্গে বিদ্যুৎ বিল বাড়ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে বাড়ির বিদ্যুৎ বিলে নিয়ন্ত্রণ আনা সম্ভব।
গ্রীষ্ম কালে যেহেতু ফ্যান, ফ্রিজ এবং AC-র ব্যবহার সবথেকে বেশি হয় সেকারণে এই তিনটি অ্যাপ্লায়েন্সসের উপর অতিরিক্ত নজর দিতে হবে। এই ডিভাইস গুলির মাধ্যমে যাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ না হয়। খুব সাধারণ কয়েকটি নিয়ম মানলেই বিদ্যুৎ বিল কম করা সম্ভব।
১. বিদ্যুৎ বিল কমানোর জন্য সবথেকে প্রথমে AC-র কেনার সময় আরও বেশি করে চিন্তা করতে হবে। প্রতিটি AC-তে স্টার রেটিং থাকে। যার মাধ্যমে বোঝা সম্ভব কোন AC-তে কত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। যদি 5 স্টার রেটিং হয় তাহলে ওই AC-তে কম বিদ্যুৎ খরচ হবে। শুধু এখানেই নয়, AC চালানোর সময় অবশ্যই ঘরের দরজা, জানলা যাতে ভালো করে বন্ধ করা থাকে সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে দরজা পুরোপুরি আটকে দেওয়া উচিত। বারবার AC অন অফ বন্ধ করা দরকার নেই। এর ফলে AC কম্প্রেসারের উপর অত্যধিক চাপ তৈরি হয়। এবং AC কম্প্রেসারে অতিরিক্ত বিদ্যুৎও টানে।
২. গ্রীষ্মে ফ্রিজ গুরুত্বপূর্ণ অ্যাপ্লায়েন্সেস। দুপুরে ঠান্ডা জল হোক বা মাঝে মধ্যে শীতল পানীয় আসল স্বাদ পেতে ফ্রিজে রাখা প্রয়োজন। গরমের কারণে খাবার নষ্ট হয়ে যায়। ফলে সেকারণে খাবার ফ্রিজে রাখা দরকার। আর ফ্রিজ চালালে বিদ্যুৎ বিল লাফিয়ে লাফিয়ে বাড়বে। কিন্ত, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব। ফ্রিজ কেনার সময় নজর রাখতে হবে সেই ফ্রিজে কত স্টার রয়েছে। যদি 5 স্টার রেটিংয়ের ফ্রিজ কেনেন তাহলে সবথেকে কম বিদ্যুৎ খরচ হবে।
৩. বর্তমানে বাজারে এসেছে LED লাইট। LED টিউব লাইটও বিক্রি করছে অনেক সংস্থা। ফলে সুবিধা হয়েছে অনেকের। কারণ সাধারণ বাল্ব বা টিউব লাইট ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার থেকে LED লাইটে বিদ্যুৎ খরচ অনেকটাই কম। কিন্তু, এই ধরনের লাইট কেনার ক্ষেত্রে তুলনামূলক বেশি খরচ হতে পারে। ফলে অনেকেই এই ধরনের লাইট কেনাকাটি করেন না। তাই দেখে কিনুন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল