Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিভিন্ন ধর্ম শাস্ত্রে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বের প্রতিটি ধর্মে দানকে মহৎ কাজ হিসাবে বিবেচিত করা হয়েছে। হিন্দু শাস্ত্রে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী ছাড়াও বিভিন্ন বিশেষ মুহূর্ত ও বিভিন্ন উৎসবে দান করার পরামর্শ দেওয়া হয়েছে । এমনকি দান করলে পুণ্য লাভ করা যায় তারও উল্লেখ রয়েছে। তবে এমন কিছু জিনিস রয়েছে , যার ভুল দানের ফলে সুখ-সমৃদ্ধি নষ্ট হতে পারে। তবে চলুন শাস্ত্রে কোন কোন জিনিস দান করা নিষিদ্ধ তা দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- এই রাশির মানুষরা প্রেমিক বা প্রেমিকা হিসাবে খুব ভালো, জানুন কোন সেই রাশি
১. মা লক্ষ্মীর মূর্তি :- হিন্দু শাস্ত্র মতে, মা লক্ষ্মীর মূর্তি কখনো কাউকে দান করতে নেই। বাড়িতে থেকে কখনো লক্ষ্মী বিদায় করতে নেই। কারণ মা লক্ষ্মীকে অর্থ ও ঐশ্বর্যের দেবী রূপে মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে ধন, বৈভব ও সুখ-সমৃদ্ধি সবই লাভ করা যায়। এছাড়া রুপোর কয়েন ও অলঙ্কার, যাতে মা লক্ষ্মী ও গণেশের ছবি আঁকা রয়েছে, তাও দান করতে নেই।
২. অন্ন দান :- অন্ন দান এক মহৎ দান হিসাবে বিবেচিত হয়। বিভিন্ন ধর্ম শাস্ত্রে অন্ন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনো ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করলে ভগবান প্রসন্ন হন। যার ফলে গ্রহের নেতিবাচক প্রভাব কমে। তবে ভুলেও এঁটো বা বাসী খাবার দান করবেন না। এমন করলে ক্ষুধার্ত মানুষটির পাশাপাশি মা অন্নপূর্ণাও অপমানিত হন। তাই অন্ন দান করলে আপনার সাধ্যে মতো ভালো অন্ন দান করুন।
৩. পাত্র :- যে কোনো ব্যক্তিকে পাত্র দান করা উচিত নয়। শুধু সেই সকল মানুষকেই পাত্র দান করবেন, যাঁদের কাছে এর প্রয়োজনীয়তা রয়েছে। কোনো সমর্থ মানুষকে পাত্র দান করলে, তাঁরা সেটি ব্যবহার নাও করতে পারে এবং যেখানে সেখানে রেখে দিতে পারে। এমন দানের পুণ্য লাভ হবে না। কারণ তারা সেই পাত্র ব্যাবহারই করবে না। তাই দরিদ্র ও অসহায় ব্যক্তিদের পাত্র দান করা উচিত।
৪. ধর্মীয় পুস্তক :- শাস্ত্র মতে, কোনো নাস্তিক ব্যক্তিকে কখনো কোনো ধর্মীয় পুস্তক দান করবেন না। কারণ নাস্তিক ব্যাক্তি সেই ধর্মীয় পুস্তকের মর্যাদা দেবে না। তাই ধর্মীয় পুস্তক দানের পূর্বে যে ব্যক্তিকে দান করছেন, তাঁর জন্য সেটি সঠিক কি না, তা বিবেচনা করে দান করুন। আস্তিক মানুষদের ধর্মীয় পুস্তক দান করা উচিত।
আরো পড়ুন :- Austrology : জীবনে সাফল্য পেতে মেনে চলুন কিছু উপায় , দেখুন বিস্তারিত
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )