শনির ‘সাড়ে সাতি’ প্রকোপ থেকে বাঁচতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : জ্যোতিষশাস্ত্র মতে, শনির দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়। শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। এই সময়টিকে শনির ‘সাড়ে সাতি’ বলা হয়।

শনিদেবের দশটি নাম রয়েছে এবং সেগুলি ১০৮ বার পুনরাবৃত্তি করে জপ করুন। এমনটা করলে সমস্ত দুঃখকে আনন্দে রূপান্তরিত ডহয়ে যেতে পারে। ভগবান শিব হলেন শনিদেবের গুরু। তাই শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করে শনিদেবকে খুশি করতে পারেন। তাতে ভাল ফলাফল পেতে পারেন। সমস্যার সমাধান হিসেবে শনিবার শনিদেবকে পুজো করার বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

avilo construction

শনিদেবের হাত থেকে বাঁচার উপায় ——

১. বাড়িতে অবশ্যই নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো উচিত।

২. সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৩. খাওয়ার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে কিছু শুভ ফল হবেই।

৪. অন্তত আড়াই বছর নীল পেন, নীল রুমাল, নীল জামা, এমনকি বাড়ির পর্দাও নীল ব্যবহার করা দরকার।

৫. প্রতি শনিবার দুপুরের খাদ্য অবশ্যই কালো পাথরের থালাতে বিউলির ডালের সঙ্গে গ্রহণ করলে সাড়ে সাতির দোষ কাটে।

৬. প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে খালি পেটে পাঁচটা কালো তিল ভক্ষণ করলে খুব উপকার পাওয়া যায়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন