এবার করোনার থাবা গুগলে , আকান্ত এক কর্মী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangal News Dunia , পল্লব চক্রবর্তী :-  এবার করোনাতে আক্রান্ত হলো বেঙ্গালুরুর এক গুগল কর্মী । বর্তমানে তাকে আইসোলেশন করে রাখা হয়েছে । গুগল সেখানকার কর্মীদের বাড়ি থেকে কাজের বাবস্থা করেছে বলে জানা যাচ্ছে । বছর ২৬ এর ওই ব্যাক্তি সম্প্রতি গ্রীসে গেছিল বলে জানা যাচ্ছে । সেখান থেকে ফেরার পর সারা দেশে ঘুরেছেন এবং অফিস করেছেন বলে জানা যাচ্ছে । এই নিয়ে সারা দেশে আক্রান্ত সংখ্যা  ৮২ দারালো ।

গুগল এর তরফে জানা গেছে যে তাদের সংস্থার এক কর্মীর কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে  । করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ার আগে তিনি বেশ কিছু সময়  অফিসে ছিলেন। তার পর থেকেই তাঁকে সকলের থেকে আলাদা করে রাখা হয়েছে। তার সংস্পর্শে  যারা এসেছিলেন তাদেরও আলাদা থাকতে বলা হয়েছে সংস্থার তরফ থেকে ।

[ আরো পড়ুন :- মার্কিন যুক্তরাষ্টে করোনার প্রকোপে জরুরি অবস্থা জারি করলো ট্রাম্প ]

গত মাসেই বিয়ে করেছিলেন  আক্রান্ত ওই যুবক। তার পর কয়েক দিন আগে গ্রিসে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার সময় স্ক্রিনিংয়ে করোনা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি বলে জানা গেছে  । সেই কারণে তিনি অফিসেও যান। কিন্তু তার পর অসুস্থ বোধ করায় তাঁকে কাছের  হাসপাতালে পাঠানো হয় । সেখানে পরীক্ষার পর করোনা সংক্রমণ নিশ্চিত হয়।

বেশ কিছুদিন সারা বিশ্ব করোনা নিয়ে ভীত ঠিক সেই সময় ভারতেও এর প্রভাব বাড়ছে ধীরে ধীরে ।

[ আরো পড়ুন :- এস বি আই এ উঠল মিনিমাম ব্যালেন্স, কমলো সুদের হার ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন