Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাড়ির বাইরে নেমপ্লেট লাগিয়ে রাখতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বাস্ত মেনে নেমপ্লেট লাগালে জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। দেখুন নেমপ্লেট লাগানোর সঠিক বাস্তু।
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
১. দিক :- সর্বদা বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে নেমপ্লেট লাগানো উচিত। এতে দুলাইনে স্পষ্ট অক্ষরে নাম লেখার পরামর্শ দেয় বাস্ত শাস্ত্র ৷
২. উচ্চতা :- বেশি উঁচুতে নেমপ্লেট লাগানো উচিৎ নয় ৷ বাস্তু শাস্ত্র মতে দরজার অর্ধেক অংশের উচ্চতায় নেমপ্লেট লাগানো উচিত৷
৩. মজবুত :- মজবুত নেমপ্লেট বেছে নিন। সহজে ভেঙে যেতে পারে, এমন নেমপ্লেট লাগাবেন না। বাস্তু মতে নেমপ্লেট ঝুলে থাকাও অশুভ শক্তির বৃদ্ধিতে সহায়ক।
৪. স্টাইল :- বাস্তু অনুযায়ী দানাযুক্ত বা ছিদ্রযুক্ত নেমপ্লেট নির্বাচন করবেন না। এর পরিবর্তে এমন কোনও নেমপ্লেট বেছে নিন যা একটু অন্য ধরনের হয়। আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে এমন নেমপ্লেট বাছাই করা শ্রেয় ৷ লক্ষ্য রাখবেন নেমপ্লেট যাতে ভাঙা না-থাকে ৷
৫. আকার :- নেমপ্লেট তৈরির সময় দরজার সাইজ ও ডিজাইন মাথায় রেখে তবেই তৈরি করান। যেমন আয়তাকার, ডিম্বাকার ইত্যাদি আকারের দরজা থাকলে নেমপ্লেটও এমনই নির্বাচন করবেন। দূর থেকেই যাতে আপনার নাম পড়া যায়, তেমন নেমপ্লেট কিনবেন।
আরো পড়ুন :- সংসারের উন্নতির জন্য এইভাবে ব্যবহার করুন কপূর
৫. উপাদান :- বাস্ত অনুযায়ী ভালো ধাতু, পিতল, কাঠ বা তামার নেমপ্লেট ব্যবহার করা উচিৎ। এ ছাড়াও মার্বল বা শক্ত গ্লাসের ওপর নাম লিখিয়ে বাড়ির বাইরে লাগাতে পারেন। কিন্তু প্লাস্টিকের নেমপ্লেট ব্যবহার করবেন না। কারণ এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়৷
৬. অক্ষর :- মনে রাখবেন, নেমপ্লেটে যে নাম লিখছেন, তার অক্ষর যাতে খুব বেশি ভারিক্কি বা হাল্কা না-হয়। নাম ছোট হলে ফন্ট সাইজ বড় করে নিন।
৭. রঙ :- বাড়ির দিক অনুযায়ী রঙ নির্বাচন করা উচিত। উত্তরমুখী বাড়ি হলে লাল ও নীল রঙের নেমপ্লেট ব্যবহার করা উচিত নয়৷ বরং হাল্কা হলুদ ও সবুজ রঙের নেমপ্লেট ব্যবহার করতে পারেন।
৮. স্থান :- প্রবেশদ্বারের মাঝখানে নেমপ্লেট লাগানো যায়। তবে দেওয়ালে স্থান থাকলে সেখানেও এটি লাগাতে পারেন। নেমপ্লেট ও প্রবেশদ্বারে যাতে আলো পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। বাস্ত অনুযায়ী প্রবেশদ্বার ও নেমপ্লেট অন্ধকার স্থানে থাকা শুভ নয় ৷
৯. পরিচ্ছন্নতা :- বাস্তু শাস্ত্র মতে, নেমপ্লেট পরিষ্কার রাখা জরুরি। এতে যাতে মাকড়সা, টিকটিকি বা পাখি না-বসে সে দিকে লক্ষ্য রাখবেন। এছাড়াও, নেমপ্লেটের বাঁ দিকে গণেশের আকৃতি বা এর ওপর স্বস্তিক চিহ্ন রাখতে পারেন।
আরো পড়ুন :- ভাগ্য বদলাতে চাইলে বাড়ি থেকে দূর করুন নেগেটিভ শক্তি, বাস্তুমতে কী করবেন জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )