এ বছর পতন দেখবে সূচক, আশঙ্কা সমীক্ষায়

By Bangla News Dunia Dinesh

Published on:

share market crash

Bangla News Dunia , অজয় দাস :- এবার ভারতীয় শেয়ার বাজার নিয়ে চাঞ্চল্যকর দাবি করল সংবাদ সংস্থা রয়টার্স। তাদের একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, চলতি বছরে (২০২২) নিট পতনের মুখ দেখতে পারে এ দেশের শেয়ার সূচক। ২০১৫ সালের পরে এই প্রথম। যার অন্যতম কারণ, ভারত থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়ার হিড়িক। এছাড়া করোনার পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিবেশকারীদের আঘাত করাকেও অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়েছে। তবে ২০২১ সালে বাজার খুবই ভালো রিটার্ন দিয়েছে। তাই তার প্রভাবও কিছুটা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Video :-

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন