শনি, রাহু-কেতুকে তুষ্ট রাখতে ভুলেও করবেন না এই কাজ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আমাদের প্রত্যেকের জীবনের শুভ-অশুভ ফল জড়িয়ে আছে আমাদের জন্মছকে বিভিন্ন গ্রহের অবস্থানের সঙ্গে ৷ বিশেষত শনি, রাহু এবং কেতু গ্রহকে একেবারেই রুষ্ঠ হতে দেওয়া উচিৎ নয় ৷ তবে জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ ৷ এই গ্রহদের তুষ্ট রাখতে রান্না ঘরে বিশেষ করে এই কয়েকটি কাজ একেবারেই করা উচিৎ নয় ৷ চলুন দেখে নিই সেই অনুচিত কাজগুলি কী কী।

আরো পড়ুন :- এই রাশির জাতকদের জন্য তামার আংটি ধারণ শুভ ফল দেয়

১. বাড়ির হাঁড়ি যেটাতে নিত্যদিনের ভাত রান্না হয়, সেই হাঁড়ি বাইরের কেউ দেখা অত্যন্ত অশুভ ৷

২.তাওয়া এবং কড়াই রান্নাঘরে এমন জায়গায় রাখুন যেখানে কারও নজর পরবে না। কারণ পরিবারের বাইরের কারও চোখে এগুলি পড়লে তা অত্যন্ত অশুভ বলে ধরা হয় ৷

 

susanto sastri

 

৩. রুটি তৈরির পর গরম তাওয়ায় কখনও জল দেবেন না। কারণ এতে শনিদেব রুষ্ট হন। তাওয়া ঠান্ডা হলে জল দেবেন ৷

৪. রান্নার সময় কড়াইও গরম হলে প্রথমেই একটু নুন তাতে ফেলে দিন,তারপর রান্না শুরু করুন। এতে রাহু-কেতু সন্তুষ্ট থাকে ৷ ফলে আৰ্থিক উন্নতি হয় ৷

৫.রান্না শেষ হলে অবশ্যই কড়াইটি ভালোভাবে মেজে-ধুয়ে রাখুন। না ধুয়ে উনানের ওপর কড়াই রাখলে রাহু-কেতু অত্যন্ত রুষ্ট হন এবং বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে ৷

৬. কড়াই পরিস্কার করার পর সেটিকে উলটে রাখুন। সোজা করে রাখলে অশুভ শক্তি বেশি আকর্ষিত হয় ৷

আরো পড়ুন :- জানুন কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন