স্বস্তিক চিহ্নের অর্থ কী, জানেন ?

By Bangla News Dunia Dinesh

Published on:

sostik

Bangla News Dunia , দীনেশ দেব :- স্বস্তিকের অর্থ সু অস্তি অর্থাৎ শুভ অস্তিত্ব। এর মধ্যে সকল ধর্মের মানুষের কল্যাণ নিহিত আছে। গীতারই কথা- যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। আমরা জানি ভালো মন্দ, সুখ-দুঃখ চাকার মতো ঘুরছে। প্রকৃতিতেও দেখা যায় শীতের পর আসে বসন্ত। জীবনেও দেখা যায় শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য। স্বস্তিকের চার বাহু চার যুগের প্রতীক- সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। স্বস্তিকের চার বিন্দু চার দিকের প্রতীক। যার ফলেই বুঝতে পারছেন এই স্বস্থিক ছিন্ন কতটা তাৎপর্য পূর্ণ। এমনকি কতটা বৈজ্ঞানিক ভিত্তিক।

আরো পড়ুন :- আথিক উন্নতির জন্য মানি প্ল্যান্ট বাড়ির কোথায় রাখবেন ?

আরো খবর দেখতে নিচে দেওয়া ছবিতে ক্লিক করুন :- 

 

 

আরো পড়ুন :- বড় খবর : বঙ্গ বিজেপি-তে বিদ্রোহের আগুন

আরো পড়ুন :- দেড় হাজারেই ‘শিক্ষক চাই’ বিজ্ঞাপন বীরভূম স্কুলের

” আমাদের কাছে আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা খবরকে বড় করার জন্য অযথা খবর না দিয়ে ,আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে জানান। আর অবশই আমাদের চ্যানেল ফলো করুন। ”

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন