নৌবাহিনীর স্থায়ী কমিশনে আবেদন গ্রাহ্য হবে মহিলাদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে :- জাহাজ চালাতে মহিলারাও সক্ষম ,তাই এখন তারা নৌবাহিনীর স্থায়ী কমিশনে আবেদন করতে পারবে।আজ এই  যুগান্তকারী রায় দিলো সুপ্রিম কোর্ট।পুরুষদের সাথে সাথে মহিলারাও যে জাহাজ চালাতে পারেন এটা তারা মনে করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।সুতরাং নৌবাহিনীতে পুরুষদের সাথে সাথে মহিলাদের কেও সুযোগ দেওয়া উচিত।

[ আরো পড়ুন :- করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ]

বিচারপতি ডি ও ওয়াই চন্দ্রচূড়ের  নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।সশস্ত্র বাহিনীতে এবং বিমানবাহিনীতে মেয়েরা যথেষ্ট সফলতার পরিচয়  দিয়েছে।এইবার নৌবাহিনীর স্থায়ী কমিশনেও  যাতে লিঙ্গবৈষম্য না হয় সেটা কমানোর জন্যই এই রায় । আদালতে শীর্ষস্থানীয় মহিলা কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন যে বিশ্বজুড়ে সর্বদা লিঙ্গভিত্তিক শ্রেণীবিন্যাস করা হচ্ছিলো। মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করার জন্য তারা কোনো পদক্ষেপ আশা করছিলেন।

[ আরো পড়ুন :- নির্ভয়া কাণ্ডে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ]

এই রায় কার্যকরী করার জন্য  কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনমাসের মধ্যে বর্ধিতকরণের মাধ্যমে নৌবাহিনীতে মহিলাদের চাকরির জন্য স্থায়ী কমিশন গঠন করা হয়। শীর্ষ আদালত উল্লেখ করেছে যে একবার মহিলা কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বিধিবদ্ধ বার তুলে  নেওয়া হলে স্থায়ী কমিশন দেওয়ার ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের সাথে সমান আচরণ করা উচিত । সুপ্রিম কোর্ট এপেক্স কোর্টের  রায় অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে এই রায়টি মঞ্জুর করেছে।

[ আরো পড়ুন :- সুদ কমাতে পারে রিজার্ভ  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন