Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- রুদ্রাক্ষ হিন্দু ধর্ম শাস্ত্রে যার বিরাট মাহাত্ম রয়েছে। আর এই রুদ্রাক্ষর বিরাট গুণও রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে রুদ্রাক্ষ ধারণ করলে খুবই শুভ ফল লাভ করা যায়। অনেকেরই জন্মপত্রিকা থাকে না বা তারা রাশি লগ্ন ইত্যাদি জানেন না। এই সকল ক্ষেত্রে জন্ম মাস হিসেবে কোন মাসে জন্ম হলে কত মুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ তা দেখে নেওয়া যাক। তবে রুদ্রাক্ষ ধারণের আগে তা অবশই শুদ্ধ করিয়ে নেবেন।
আরো পড়ুন :- বাস্তু দোষ কাটাতে ও সংসারে সুখ-শান্তি বজায় রাখতে মানুন এই নিয়ম
১. বৈশাখ মাস :- তিন মুখী , দশ মুখী
২. জৈষ্ঠ মাস :- একমুখী ,দ্বিমুখী , সাতমুখী
৩. আষাঢ় মাস :- সাতমুখী
৪. শ্রাবণ মাস :- তিন মুখী বা চার মুখী
৫. ভাদ্র মাস :- দশমুখী
৬. আশ্বিন মাস:- নয় মুখী বা তেরোমুখি
৭. কার্তিক মাস:- নয় মুখী
৮. অগ্রহায়ণ মাস:- দশমুখী
৯. পৌষ মাস :- আটমুখী , চারমুখী
১০. মাঘ মাস :- সাত মুখী বা আটমুখী
১১. ফাল্গুন মাস :- তিন মুখী বা চার মুখী
১২. চৈত্র মাস :- একমুখী
তবে চলুন এবার দেখে নেওয়া যাক বার অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন।
১. রবিবার:- বারো মুখী রুদ্রাক্ষ ধারনে শ্রীবৃদ্ধি হয়।
২. সোমবার:- একমুখী এবং চোদ্দো মুখি রুদ্রাক্ষ ধারণে পাপ নাশ হয়।
৩. মঙ্গলবার:- সাতমুখী রুদ্রাক্ষ ধারণের সুখ ফল লাভ হয়।
৪. বুধবার :- ছয় মুখী রুদ্রাক্ষ ধারণের জ্ঞান বৃদ্ধি হয়।
৫. বৃহস্পতিবার:- তিন মুখী রুদ্রাক্ষ ধারণের গুপ্ত শত্রু থেকে নিষ্কৃতি সম্ভব হয়।
৬. শুক্রবার :- আটমুখী এবং পাঁচমুখী মুখী রুদ্রাক্ষ ধারণে গুপ্ত কার্যসিদ্ধি হয়।
৭. শনিবার :- নয় মুখী রুদ্রাক্ষ ধারণে সন্তান লাভ হয়।
আরো পড়ুন :- জানুন কোন কোন রাশির মানুষের উপর থাকে শিবের আশীর্বাদ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )