নতুন করে ভয় ধরাচ্ছে যক্ষ্মা সংক্রমণ , উদ্বেগ বাড়াচ্ছে রিপোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা ও মাঙ্কিপক্সের আবহে নতুন করে ভয় দেখাচ্ছে যক্ষ্মা সংক্রমণ। পশুদের দেশে জীবাণু খুঁজে পেয়েছেন ICMR। ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। সাক্ষাৎকারে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-র বিজ্ঞানী পি কান্নন জানান, চেন্নাইয়ের আশেপাশে পশুর উপর পরীক্ষা চালায় তাঁরা। গবাদি পশুর শরীরের যক্ষ্মার জীবাণু পাওয়া গেছে। আর এতে খামার মালিকরা সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।”

avilo construction

খামার থেকে সংক্রমিত গবাদি পশুকে বিচ্ছিন্ন করার উপর জোর দিয়েছেন ICMR-র বিজ্ঞানীরা। সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পরিকল্পনার কথা জানান কান্নন। মানুষের মধ্যে সংক্রমণ রুখতে প্রথম পশুদের যক্ষ্মা নিয়ন্ত্রণ খুব জরুরি বলে মনে করছেন তিনি। অধিকাংশের ময়নাতদন্তের রিপোর্টে ফুসফুস, যকৃত, প্লীহাতে টিবির ক্ষত ছিল বলে জানা গেছে। সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয় নেচার জার্নালে।

ICMR-র বিজ্ঞানী কান্নানের দল তালিনাড়ুর গুইন্ডি ন্যাশনাল পার্কে দুটি কালো হরিণ এবং একটি দাগযুক্ত হরিণের মধ্যে মাইকো ব্যাকটেরিয়াম খুঁজে পেয়েছিলেন। মাইকোব্যাকটেরিয়াম বোভিস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। ভারতে এই ধরনের কোনও কেস পাওয়া যায়নি।” কিন্তু খামারের প্রাণীদের মধ্যে টিবি জীবাণু মেলায় খুবই উদ্বেগের।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন