এবার সেনা জওয়ান করোনায় আক্রান্ত ! করা পদক্ষেপ স্বরাষ্ট্র দপ্তরের

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- লাদাখে  নিযুক্ত ভারতীয় জওয়ানের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো । কিছু দিন আগেই ওই জওয়ানের বাবা ইরান থেকে বাড়িতে ফিরেছেন । সেখান থেকেই তার শরীরে ও ওই জওয়ানের বোনের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে । এই ভাইরাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে ফিরে যেতে । এই সেনা জাওয়ান তার অফিসে কম করে ১০ জনের সাথে মেলা মেসা করেছেন ।

যেই সেনা জওয়ানের সাথে তিনি মেলামেশা করেছেন তাদের ও করেনটিনে  রাখা হয়েছে । এছাড়া ওই এলাকার ৮০০ জন সেনা কর্মীকে স্বেচ্ছায়  গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছেন । লাদাখের ওই সেনা এলাকাকে সম্পূর্ণ পরিষ্কারের কাজ চলছে।

[ আরো পড়ুন :- কোথা থেকে এলো এই ভাইরাস , সাপ , বাদুড় , চীনের ল্যাব না কি অন্য কিছু ]

এইদিকে সারা ভারতে ১৫০ জনের শরীরে এই ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে আমাদের দেশে এই ভাইরাস দৃতীয় ধাপে রয়েছে। এই ভাইরাসের প্রথম ধাপ হোলো কোনো বিদেশির শরীর থেকে আমাদের দেশের কোনো ব্যাক্তির শরীরে এই ভাইরাস প্রবেশ করা। আর দৃতীয় ধাপ হলো দেশের কোনো মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে প্রবেশ করা।

আর তৃতীয় ধাপ হলো কোনো একটি সম্প্রদায়ের থেকে অন্য কোনো সম্প্রয়দায়ের মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়া। আর চতুর্থ ধাপ হলো সারা দেশে এই ভাইরাসের প্রভাবে মহামারীর দেখা দেওয়া। আর এই চতুর্থ ধাপে সরকারের ও চিকিৎসকদের কিছু করার থাকে না।

[ আরো পড়ুন :- অবশেষে করোনা থেকে মিলল মুক্তির খবর ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন