কবে শেষ হবে বিশ্ব মহামারী ? উদ্বেগের বার্তা দিলেন WHO প্রধান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নতুন করে বিশ্বের একাধিক দেশে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতিতে সতর্কবাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস অধনামা ঘেবরেসাস স্পষ্ট বললেন, ‘শেষের ধারেকাছেও নেই’ করোনা মহামারী। সাংবাদিক বৈঠকে WHO-র প্রধান বলেন, ‘ করোনা ভাইরাসের নয়া ঢেউ থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে করোনা মহামারী শেষের ধারেকাছেও নেই।

তাই এই পরিস্থিতিতে আমাদেরও পালটা লড়াই করতে হবে।’ তার সঙ্গে তিনি বলেন, ‘আমি এটা ভেবে উদ্বিগ্ন যে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে আর বিভিন্ন ভাবে চাপের মধ্যে থাকা স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের উপর আরও চাপ বৃদ্ধি করবে এবং মৃতের সংখ্যা বাড়বে।’ WHO-র প্রধানের পরামর্শ, সাম্প্রতিক পরিস্থিতি ও নয়া ভ্যারিয়েন্ট উদ্ভূত হওয়ার সম্ভাবনা বিচার করে বিভিন্ন দেশের সরকারকে নিয়মিত করোনা সংক্রান্ত পরিকল্পনার পর্যালোচনা করতে হবে।

avilo construction

এক্ষেত্রে আমাদের উচিত বিভিন্ন ভাবে নজরদারি করা আর করোনা পরীক্ষা এবং জিন সিকোয়েন্সিংয়ের ফের জোর দিতে হবে বলে জানান WHO-র প্রধান। তাঁর বক্তব্য, নিয়মিত অ্যান্টি-ভাইরাল প্রদান করতে হবে। সেই সঙ্গে করোনার টিকাকরণের গতিও বজায় রাখার পরামর্শ দিয়েছেন ঘেবরেসাস। তিনি জানান, লাখ-লাখ মানুষের জীবন রক্ষা করেছে টিকা।

আর এক্ষেত্রে যাদের বেশি ঝুঁকি আছে, তাঁদের টিকা (বুস্টার ডোজ) দেওয়ার ক্ষেত্রে সরকারকে বাড়তি জোর দিতে হবে। আর টিকা না পাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে হবে, যাতে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থার ‘দেওয়াল’ তৈরি করা যায়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন