Bangla News Dunia, অজয় দাস : – মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ইস্তফা দিলেন। আজ আস্থা ভোট করাবার কথা আছে তার ঠিক আগে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমলনাথ। এই দিন মধ্যপ্রদেশের স্পিকার কংগ্রেসের ১৬ জন বিধায়কের ইস্তফা গ্রহণ করেন আর এই ইস্তফার সাথে সাথে কংগ্রেসের কাছে সরকার তৈরী করার যথেষ্ট সংখ্যা থাকলো না।
[ আরো পড়ুন :- সাবধান : চাকরি দেবার নাম করে প্রতারণা , গ্রেপ্তার ৩ অভিযুক্ত ]
গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আজ বিকেল ৫ টার মধ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করাতে আর এই আস্থা ভোটার আগে ইস্তফা দিলেন কমলনাথ। কমলনাথ বিজেপির উপর এর দোষ দেন। এবার বিজেপির তরফ থেকে সরকার গঠনের পালা। তবে মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে শিবরাজ সিং মুখ্যমন্ত্রী হবেন না। নতুন কোনো নেতাকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হতে পারে।