এক ঔষধে কুপোকাত ক্যানসার ! আশার আলো গবেষণায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মলদ্বারের ক্যানসার আক্রান্ত ১৮ জন রোগীর একটি গবেষণা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। প্রত্যেকের শরীরে একই ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু এর ফলাফল ছিল বিস্ময়কর। প্রত্যেকের শরীর থেকে উধাও হয়ে গেছে প্রাণঘাতী ক্যানসার।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের ড. লুইস এ ডায়াজ জুনিয়র-এর একটি গবেষণাপত্র ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে। এতে দাবি করা হয়েছে, মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোস্টারলিম্যাব নামের একটি ওষুধ দেওয়া হয়। ট্রায়াল শেষে তাঁদের প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। ক্যানসার চিকিৎসার ইতিহাসে এমন ঘটনা প্রথমবারের মতো ঘটেছে।

avilo construction

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা ক্যানসার নির্মূল করার জন্য আগে কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের মতো চিকিৎসা ব্যবস্থার মুখোমুখি হয়েছিলেন। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন, তাঁরা ধরেই নিয়েছিলেন ট্রায়াল শেষে আবারও আগের চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে তাঁদের। তবে আশ্চর্যজনক হিসেবে যে ফল তাঁরা পেয়েছেন।

নিউইয়র্কের বিজ্ঞানীদের ট্রায়ালের এই ফল এখন মেডিক্যাল দুনিয়ায় ব্যাপক আলোচনার ঢেউ তুলেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালান পি ভেনুক বলেছেন, ট্রায়ালে অংশ নেওয়া প্রত্যেক রোগীর ক্যানসার নির্মূলের ঘটনা অতীতে কখনই শোনা যায়নি। এই ট্রায়ালের ফলকে ক্যানসার চিকিৎসার ইতিহাসে প্রথম বলে প্রশংসা করেছেন।

আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন