ভয়াবহ মাঙ্কিপক্স ! বাজারে আসছে নতুন টিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভারতেও থাবা বসিয়েছে ভয়াবহ মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত তিনজনের দেহে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কীভাবে ? সেই পথ খুঁজছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে Imvanex ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। স্মলপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয় এই টিকা। Bavarian Nordic-র তৈরি টিকা আমেরিকাতে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহৃত হয়।

avilo construction

EMA-র তরফে বলা হয়, ” মাঙ্কিপক্সের বিরুদ্ধে টিকা কতটা কার্যকরী সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। ইউরোপে মাঙ্কিপক্সে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে টিকা কাজ করবে কিনা তার উপর নির্ভর করেই টিকাটিকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হবে।” টিকাটি সাধারণ মানুষের জন্য কতটা সুরক্ষিত সেই বিষয়টিই আগে জানতে হবে। মাঙ্কিপক্স ঠেকানোর ক্ষেত্রে প্রয়োগ করা হলে তা সাধারণ মানুষের জন্য সুরক্ষিত এবং কার্যকরী হবে কিনা, পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা সেই তথ্য খতিয়ে দেখা হবে।

কেন মাঙ্কিপক্স ঠেকাতে টিকার প্রয়োজন ?
আফ্রিকায় সবথেকে চওড়া হয়েছে মাঙ্কিপক্সের থাবা। সেখানে ১২ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। কিন্তু, বিশ্বের একাধিক দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। ফলে সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে টিকার প্রয়োজনীয়তা রয়েছে। কেরালাতেই তিনজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছে, সবাই বিদেশ থেকে ফিরেছেন। ভারতে তিনজনের দেহে এই ভাইরাস পাওয়া যাওয়ায় রীতিমতো উদ্বেগ বেড়েছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন