করোনার জেরে মদের হোম ডেলিভারি চেয়ে আদালতে আর্জি !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- প্রধানমন্ত্রীর ডাকে আগামীকাল সার ভারতে জনতা কার্ফু হতে চলেছে। সবাই নিজের নিজের মতো কালকের দিনটি গুছিয়ে নিয়েছে। আর এরই মধ্যে কেরল থেকে একটি খবর আসে যা মানুষকে হাসতে সাহায্য করেছে এই ভয়ের মধ্যেও। কেরলের এক বাসিন্দা হাইকোর্টে পিটিশন দেয় যে করোনা ভাইরাসের এই সঙ্কটে ভিড় ভার থেকে বাঁচতে মদের হোম ডেলিভারি দেওয়া হোক। পিটিশন দায়ের কারী ওই ব্যাক্তির দাবি এতে জনবহুল এলাকায় মদের দোকানে যেতে হবেনা ক্রেতাদের। এই পিটিশন কোর্ট শুধু খারিজ করেনি ওই ব্যাক্তির উপর ৫০ হাজার টাকার জরিমানা দিয়েছে। আর এই ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা হবে।

[ আরো পড়ুন :- এবার দিলীপ ঘোষের কথার মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী , বৃথা হল ট্রোলড ]

জোতিষ নাম ওই ব্যাক্তি তার পিটিশনে দাবি করে মদের দোকানে প্রচুর ভিড় হয়। তাই কোনো করোনা আক্রান্ত ব্যাক্তি ওই ভিড়ে মদ কিনতে গেলে তার থেকে সাধারণ মানুষের আক্রান্ত হবার সম্বাভনা থাকতে পারে। তাই আফগাড়ি দফতর কে অনলাইন মদ বিক্রির বিষয়টি বিবেচনা করতে আর্জি জানান তিনি। তার বক্তব্য এতে ক্রেতারা বাড়িতে বসে মদ কিনতে পারবে ও এই ভাইরাস থেকে রক্ষা পাবে।

বিচারপতি এই পিটিশন দেখে ক্ষুদ্ধ হন , তিনি বলেন আমরা সবাই কাজে এসে কাজ করছি আর আপনি এইরকম পিটিশন দায়ের করে মজা করছেন। আদালতের দায়িত্ব সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। এই ধরণের পিটিশন শোনার জন্য কি আদালত খুলে রাখা হয়েছে। এখন ওই ব্যাক্তিকে ৫০ হাজার টাকার জরিমানা করেছে কেরল হাইকোর্ট।

[ আরো পড়ুন :- করোনায় ঘরবন্দি গ্রাহকদের দ্বিগুন ডাটা দিচ্ছে Jio ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন