Bangla News Dunia, সারদা দে : মারা গেলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি কেনি রজার্স। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে তার মৃত্যু সংবাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি ছিলেন একাধারে সংগীতশিল্পী ,গীতিকবি এবং অভিনয় শিল্পী। মৃত্যুকালে রেখে গেলেন পাঁচ পত্নী এবং পাঁচ সন্তানকে।
[ আরো পড়ুন :- ক্যাটরিনা দিলেন টিপস কি ভাবে বাড়িতেই এক্সারসাইজ করবেন ! ]
১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম হয় তার। শৈশব থেকে তার গান নিয়ে চর্চা শুরু । ৩ টি গ্রামি বিজয়ী এই সঙ্গীত শিল্পী ১৯৭০ এবং ৮০ এর দশকে বেশ জনপ্রিয় ছিলেন। লিওনেল রিচির লেখা ‘লেডি’ গান দিয়ে তার আত্মপ্রকাশ। তার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গানগুলি ছিল দ্যা গ্যাম্বলার(১৯৭৮) ,আইস দ্যাট সি ইন দ্য ডার্ক (১৯৮৩), ক্রিস্টমাস (১৯৮১)।
[ আরো পড়ুন :- সন্তান জন্মালেই বেতন সহ ছুটি বাবাদের ]
ইউটিউবে তার গাওয়া প্রতিটি গানে অসংখ্য লাইক জানিয়ে দেয় তার জনপ্রিয়তা। ইউ এস এ টুডে এবং পিপল ম্যাগাজিনে বিবেচিত হয়েছিলেন সর্বকালের সেরা সঙ্গীত শিল্পী হিসেবে । তার দুটো এলব্যাম ‘দ্যা গ্যাম্বলার’ এবং ‘কেনি’ ঠাঁই পেয়েছে কান্ট্রি মিউজিক এর সর্বকালের সেরা ২০০ টি অ্যালবামের মধ্যে। তার ‘গ্যাম্বলার’ গানটি এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তীকালে এই সূত্রে তাকে দেখতে পাওয়া গেছিলো টিভির পর্দাতেও। ভিন্ন স্বাদের ভিন্ন সময়ের গান শুনতে পাওয়া গেছে তার কণ্ঠে। প্রেমের বিভিন্ন আঙ্গিক ,বিভিন্ন অবস্থা ফুটে উঠেছে তার বিভিন্ন গানের মধ্যে। তার মৃত্যুতে বিশ্ব সংগীত জগতে এক বড় নক্ষত্র পতন হলো তাতে কোনো সন্দেহ নেই।