মাওবাদী হামলায় নিহত জওয়ান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে : মাওবাদীদের হামলায় মারা গেলেন ১৭ জন জওয়ান। ছত্তিশগড়ের দক্ষিণে অবস্থিত  জঙ্গল এবং পাহাড় ঘেরা এলাকা সুকমায়  ভয়ঙ্কর মাওবাদী হামলা হয়।  দীর্ঘ ২৪ ঘন্টা নিখোঁজ থাকার পরে রবিবার  উদ্ধার হয়েছে ১৭ জন জওয়ানের দেহ। উদ্ধার করা হয়েছে ১৫ জন আহত জওয়ান কে।   বিমানে নিয়ে আসা হয়েছে তাদের  ছত্তিশগড়ে। এখনো ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকায়  মাওবাদীরা যে  সক্রিয়   এই হামলা তার  প্রমান দিলো।

[ আরো পড়ুন :- মধ্যপ্রদেশের রাজনীতি : সুপ্রিম কোর্টের রায় ” ইস্তফা ” নিয়ে সিদ্ধান্ত নিন স্পিকার ]

পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব জানিয়েছেন যে শনিবার খবর এসেছিলো যে ওই সব অঞ্চলে মাওবাদীরা লুকিয়ে আছে।  ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের ২৫০জন নিরাপত্তারক্ষীরা এই অভিযানে অংশগ্রহণ করেন। দুপুর বেলা রক্ষীরা ওই জঙ্গলে এসে পৌঁছলে আচমকাই মাওবাদীরা গুলি ছুড়তে থাকে। গুলিবিনিময়ে মাওবাদীরা কতটা আহত কিংবা নিহত হয়েছে জানা যাই নি।  তবে মাওবাদীদের ওই দলটি ১৬ টি আগ্নেয়াস্ত্র লুঠ  করে চম্পট  দেয় বলে জানা গেছে।

[ আরো পড়ুন :- বিতর্কের মধ্যে রাজ্যসভায় মনোনীত রঞ্জন গগৈ ]

গত দুই বছরে মাওবাদী হামলা হয়নি বলে প্রশাসনের পক্ষ  থেকে  জানানো হয়েছে। করোনা মোকাবিলায় যে যুদ্ধকালীন তৎপরতা  চলছে , তার মধ্যে এতো বছর পরে এই মাওবাদী হামলায়  গোটা দেশ শঙ্কায় ভুগছে।এই হামলা উদ্বিগ্ন করে তুলেছে প্রশাসনকেও ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন