Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ১১ই আগস্ট, বৃহস্পতিবার অর্থাৎ, আজ রাত পোহালেই রাখি পূর্ণিমা৷ জ্যোতিষ শাস্ত্র মতে, এই দিনটিকে বাড়ির মঙ্গলের জন্য অত্যন্ত পবিত্র বলা হয়েছে। এই দিনে ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে কিছু কাজ করলে সাফল্য এবং উন্নতি দ্রুত আসবে ভাইয়ের ভাগ্যে। দেখে নিন ক্রিয়াগুলি কী কী।
আরো পড়ুন :- ভাগ্য ফেরাতে ঝুলন পূর্নিমায় করুন এই কাজ
১) এই দিন লক্ষ্মী-নায়ারণের পুজো করুন এবং লক্ষ্মীর সামনে গোটা নারকেল অর্পণ করুন। আতপ চালের ওপর রেখে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালিয়ে পুজো করুন। এরপর সন্ধ্যেবেলা নারকেলটি কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
২) এদিন সকালে স্নান করে পিতৃ পুরুষের উদ্দেশ্যে জলে কালো তিল ভাসিয়ে দিন। এতে পিতৃ পুরুষের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে ৷
৩) ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে শ্রীবিষ্ণুর হাতে রাখি বাঁধুন।
৪) ভাইয়ের হাতে যে রাখি বাঁধবেন সেটি আগে লক্ষ্মী-নারায়ণের চরণে স্পর্শ করে নিন।
৫) খেয়াল রাখুন যাতে রাখির সুতোর রঙ যেন কালো না হয় ৷ হলুদ, সাদা এবং লাল রঙের সুতো রাখির ক্ষেত্রে খুবই শুভ ৷
৬) রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ অবশ্যই রাখতে হবে উত্তর অথবা পূর্ব দিকে৷
৭) ভাইয়ের হাতে নিখুঁত রাখি বাঁধুন। ভাঙা বা ছেঁড়া রাখি এড়িয়ে চলুন।
৮) এই পবিত্র দিনে সম্ভভ হলে দরিদ্রদের মধ্যে সাধ্যমত অন্ন ও অর্থ দান করুন।
আরো পড়ুন :- বর্তামানে উলটো পথে চলছেন শনিদেব, যার ফলে আগামী ৬০ দিন অর্থলাভ হতে পারে এই তিন রাশির
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )