রাখির পূজোর থালায় অবশ্যই রাখুন এই জিনিস গুলি

By Bangla News Dunia Dinesh

Published on:

rakhi

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- রাখির অনুষ্ঠান কয়েকটি জিনিস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই রাখিতে পুজোর থালায় অবশ্যই রাখুন এই কয়েকটি জিনিস। দেখে নিন সেগুলি কী কী।

১) রাখির থালায় অবশ্যই রাখুন চাল। অখন্ড চাল সম্পূর্ণতার প্রতীক বলে মনে করা হয়। তিলক লাগানোর সময় চাল লাগান ৷ এতে শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় ৷

আরো পড়ুন :- বর্তামানে উলটো পথে চলছেন শনিদেব, যার ফলে আগামী ৬০ দিন অর্থলাভ হতে পারে এই তিন রাশির

২) থালায় থাকুক সিঁদুর। যা দিয়ে ভাইয়ের কপালে তিলক লাগান৷ সিঁদুরকে লক্ষ্মীর প্রতীক মানা হয়। ভাইয়ের কপালে সিঁদুরের তিলক দিলে তার অর্থাভাব দূর হবে।

৩) রাখির থালায় অবশ্যই রাখুন চন্দন এবং তা দিয়ে ভাইয়ের কপালে তিলক দিন। এতে বিষ্ণু এবং গনেশের আশীর্বাদ মিলবে।

 

susanto sastri

 

৪) রাখুন প্রদীপ। প্রদীপে অগ্নিদেবের অবস্থান হয় ৷ অগ্নিদেব যেকোনও শুভ কাজের সাক্ষী হিসেবে বিরাজ করেন। আগুন বা প্রদীপ প্রাণ ও শক্তির প্রতীক ৷ এটি নেতিবাচক শক্তিকে দূর করে। এই প্রদীপ দিয়ে আরতি করুন।

আরো পড়ুন :- এই নিয়ম পালনের মাধ্যমে কালসর্প দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন