আরো একবার করোনা মোকাবিলায় জাতির উদেশ্যে ভাষণ মোদির

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আজ মঙ্গলবার রাত ৮ টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারো একবার জাতির উদেশ্যে ভাষণ দিতে চলেছেন। তবে এই বার তিনি কি বলবেন তাই এখন প্রশ্ন। কারণ মানুষ ১ দিন জনতা কার্ফু পালন করেছে কিন্তু তার পরের দিনই তার উল্টোটা দেখা গেছে।

গত বৃহস্পতিবার জাতির উদেশ্যে ভাষণ দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণে তিনি দেশ বাসীর কাছে রবিবার জনতা কার্ফু পালন করার আহবান করেন। এমনকি যেই সব স্বাস্থ কর্মী এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তাদের সন্মান জানাতে সেই দিনই বিকেল ৫ টার সময় যে যার বাড়ি থেকে হাততালি , থাকি , কাশা , ঘন্টা যে যা পারে তা বাজিয়ে তাদের উদেশ্যে সন্মান জানাতে বলেন।

[ আরো পড়ুন :- পাকিস্তানের কোয়ারেন্টাইন ক্যাম্পের অবস্থা দেখলে আপনি চমকে যাবেন ]

প্রধানমন্ত্রীর এই ডাকে সারা দিয়ে দেশ বাসি সেই দিন নিজেকে ও নিজের পরিবারকে ঘর বন্ধ করে রাখে। তবে চিন্তার বিষয় হলো পরের দিনই তার উল্টো ছবি দেখা যায়। মানুষ আবার বাইরে বেরিয়ে পরে এমনকি কিছু কিছু জাগায় বাসে ও অন্যান্য গাড়িতে মানুষকে বাদুড় ঝোলার মতো ঝুলে যেতে দেখা যায়।

এছাড়া রবিবারই বিকেল ৫ টার সময় বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাক , ঢোল নিয়ে রাস্তায় দেখা যায়। প্রধানমন্ত্রী বলেছিলেন বাড়িতে বসেই নিজের নিজের মতো করে তাদের সন্মান জানাতে।  কিন্তু কিছু মানুষ তার উল্টোটা করে তার আনন্দের সহিত এলাকায় বেরিয়ে পরে।

[ আরো পড়ুন :- এবার করোনার প্রতিষোধক খুঁজতে মাঠে নামানো হলো সুপার কম্পিউটার ]

এই দিনের সাফল্যের পর রাজ্য ও কেন্দ্র মিলে বিভিন্ন জায়াগায় লক ডাউন ঘোষণা করে ,তবে মানুষকে তবুও বাইরে দেখা যায়। পুলিশ ও এই দিন সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। পুলিশ মানুষকে তাদের ঘরে থাকতে বলেন। এমন কি আদকারী দোকান গুলোকে বন্ধ রাখতে বলেন।

[ আরো পড়ুন :- করোনার জেরে মদের হোম ডেলিভারি চেয়ে আদালতে আর্জি ! ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন