Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষশাস্ত্রে জীবনে আর্থিক উন্নতি, ধন-সম্পত্তি লাভ ও সুখ সমৃদ্ধি আনতে কিছু উপায়ের কথা বলা রয়েছে, যেগুলি পালনের মাধ্যমে আমরা শনিদেবকে তুষ্ট করতে পারি, তবে চলুন সেই উপায়গুলির সমন্ধে জেনে নেওয়া যাক —
হিন্দু ধর্ম শাস্ত্রে শনিদেবকে কর্মফল দাতা বলে উল্লেখ করা রয়েছে। আর শনিদেবের বক্রবৃষ্টি আমাদের জীবনকে নরক বানিয়ে দিতে পারে। তাই সর্বদা নিজের কাজের দিকে খেয়াল রাখবেন। আপনার সৎকর্ম আপনাকে শনিদেবের বক্র দৃষ্টির থেকে বাঁচাতে পারে। মাথায় রাখবেন কখনো অন্যের পরিশ্রম চুরি করবার চেষ্টা করবেন না। অন্যের পরিশ্রমের মূল্য দেবেন সর্বদা।
আরো পড়ুন :- বুধাদিত্য যোগ ! দারুণ কাটবে ৪ রাশির, খুলে যাবে সৌভাগ্যের দরজা
শনি দেবের আশীর্বাদ পেতে চাইলে , বাজারে শনি যন্ত্র কিনতে পাওয়া যায়। আপনি বাড়িতে শনি যন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন। প্রত্যেকদিন শনি যন্ত্রের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন। বিশ্বাস করা হয় যে শনি যন্ত্র কে যদি শ্রদ্ধার সাথে পূজা করা হয়, তাহলে শনির খারাপ প্রভাব তার উপর কখনোই পড়ে না।
শনিবার সূর্যাস্তের পর সন্ধ্যায় অশ্ব্থ্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান।এর জন্য আপনি আপনার বাড়িতে একটি ছোট অশ্ব্থ্থ গাছ নার্সারি থেকে নিয়ে আসে টবে লাগাতে পারেন। এর মাধ্যমে শনিদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন।
এছাড়াও প্রত্যেক শনিবার কাক ও কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। সেই সঙ্গে গরিব এবং অভাবী মানুষকে কালো জিনিস পত্র যেমন কালো কম্বল দান করুন বা কালো পোশাক দান করুন।
প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে যান। হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন। হনুমানজির পুজো করুন। এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির সামনে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নিজের প্রার্থনা জানান তাকে। মনে করা হয় শনির মহাদশা চলাকালীন যেকোনো মানুষ হনুমান জির পুজো করলে তার উপর শনির বক্র দৃষ্টি কখনোই পড়ে না।
আপনার পরিবারে যদি কোন বয়স্ক মানুষ থাকে, তবে অবশ্যই তার সেবা যত্ন করুন। তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। বয়স্ক ব্যক্তির সেবা যত্নে শনিদেব খুব প্রসন্ন হন এবং তার উপর কৃপাবর্ষণ করে থাকেন।
আরো পড়ুন :- এই নিয়ম পালনের মাধ্যমে কালসর্প দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )