Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বুধবার দিনটিকে ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে বুধবার ভগবান গণেশের পুজো করলে মানুষের বাধা, কষ্ট, রোগ ও দারিদ্রতা থেকে মুক্তি লাভ হয়।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
হিন্দু শাস্ত্রে ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয়ে থাকে । এমনকি তিনি তাঁর ভক্তদের সকল দুঃখ-দুর্দশা নাশ করেন। বুধবার করে শ্রী গণেশের পুজো করলে খুবই ভালো ফল লাভ করা যায়। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে, ভগবান গণেশ ভক্তের সকল প্রকার কষ্ট দূর করেন। তবে দেখে নিন কি ভাবে গণেশের পুজো করবেন।
বুধবারের দিনে, গণেশ ভক্তকে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নান সেরে ভগবান গণেশের ধ্যান করার পর উপবাসের ব্রত নেওয়া উচিত। এরপর পরিষ্কার পোশাক পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে উপাসনাস্থলে বসতে হবে। এর পরে, সামনে আসন পেতে গণেশের মূর্তি স্থাপন করুন। এর সাথে শ্রী গণেশ যন্ত্রও প্রতিষ্ঠা করুন। এবার গণেশকে ফুল, ধূপ, প্রদীপ, কর্পূর, রোলি, মৌলি লাল, চন্দন, মোদক ইত্যাদি অর্পণ করুন। এবার গণেশজিকে সিঁদুরের তিলক লাগান। এরপর গণেশের আরতি করুন। এর পর ‘ওম গঙ গণপতয়ে নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন।
এই পুজোয় গণেশকে লাড্ডু ও মোদক দিতে পারেন তিনি তা পছন্দ করেন। এর জন্য আপনি তাকে লাড্ডু ও মোদক নিবেদন করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে গণপতি বাপ্পাকে এই জিনিসগুলি নিবেদন করলে ও তার কাছে নিজের মনের কথা বললে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
আরো পড়ুন :- এই ৪ রত্ন আপনাকে কোটিপতি বানানোর ক্ষমতা রাখে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )